logo
প্রবাসের খবর

খণ্ডকালীন কাজের ভিসা দিচ্ছে সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ অক্টোবর ২০২৪
Copied!
খণ্ডকালীন কাজের ভিসা দিচ্ছে সৌদি
শ্রম আইনে কর্মীদের জন্য ইতিবাচক বদল আনছে সৌদি আরব।

সোদি আরবে কাজের ক্ষেত্র ও মাত্রা বাড়াতে এবার খণ্ডকালীন কাজের জন্য লেবার ভিসা দিচ্ছে দেশটির সরকার। গত মঙ্গলবার এই নিয়ম অনুমোদন করেন সৌদি যুবরাজ (কার্যত শাসক) মোহাম্মদ বিন সালমান।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এই নিয়মের আওতায় খণ্ডকালীন কাজের ভিসা দেওয়া হবে। প্রতি বছর হজ ও ওমরাহ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই সৌদি আরবে যান। তাদের সেবা দিতে এই নিয়ম শুরু করতে যাচ্ছে দেশটি।

সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় বলছে, পদক্ষেপটি বেসরকারী খাতকে চাহিদা এবং শ্রম বাজারের প্রয়োজনীয়তা অনুসারে অস্থায়ী ভিসা দেওয়ার সুযোগ করে দিয়েছে। এতে চাকরির বাজার আরও আকর্ষণীয় হবে।

তবে ওমরাহ হজের কাজে যুক্ত থাকার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নিতে হবে। এক্ষেত্রে প্রাথমিকভাবে হিজরি শাবান মাসের ১৫ তারিখ থেকে মহররম মাসের শেষ পর্যন্ত ভিসা দেওয়া হবে।

এই নিয়মের মাধ্যমে বিভিন্ন চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ও সরকারের মধ্যে ভালো যোগসূত্র স্থাপিত হবে বলেই মনে করছে সৌদি আরব।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৯ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে