logo
প্রবাসের খবর

দুবাইয়ে বেড়েছে পার্কিং ফি, গাড়ি বিক্রির কথা ভাবছেন অনেকেই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ সেপ্টেম্বর ২০২৪
Copied!
দুবাইয়ে বেড়েছে পার্কিং ফি, গাড়ি বিক্রির কথা ভাবছেন অনেকেই

দুবাইয়ে জনপরিসরে গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় অনেকেই তাদের গাড়িটি বিক্রি করে দিতে চাচ্ছেন। যেমন আরজান শহরে বসবাসকারী খালেদ হোসেন (ছদ্মনাম) নামের একজন মিশরীয় বলেন, গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় গত জুলাই থেকে তাঁর মাসিক খরচ অন্তত ৩০০ দিরহাম বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে বছরে তাঁকে প্রায় ৪ হাজার অতিরিক্ত দিরহাম গুনতে হবে। এ জন্য তিনি তাঁর পরিবারের দ্বিতীয় গাড়িটি বিক্রি করার কথা ভাবছেন।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, আরজান ছাড়াও আরও পাঁটি গুরুত্বপূর্ণ পার্কিং স্পটে ফি বেড়েছে। সেগুলো হলো—জাদ্দাফ ওয়াটারফ্রন্ট, আল সুফৌহ গার্ডেন, দুবাই ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স, মাজান এবং লিওয়ান ১ ও ২।

খালেদ যে এলাকায় থাকেন, সেখানে পার্কিংয়ের জন্য প্রতি ঘন্টায় ৩ দিরহাম খরচ করতে হয়। তাঁর স্ত্রীর অফিস শেষ হয় সন্ধ্যা ৬ টায়। এই সময়ের জন্য প্রতিদিন তাঁকে পার্কিং ফি দিতে হয় ১২ দিরহাম। এভাবে সপ্তাহে ৮০, মাসে ৩২০ এবং বছরে প্রায় ৪ হাজার দিরহাম খরচ হবে তাঁর।

খালেদ বলেন, আগে পার্কিং বিনামূল্যে ছিল। এখন পার্কিংয়ের জন্য অতিরিক্ত এত খরচ জোগাড় করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।

শুধু আবাসিক এলাকায় নয়, শপিং মলের পার্কিং জোনে গাড়ি পার্কিংয়ের জন্যও জুলাই থেকে গুনতে হচ্ছে ফি। ২৪ ঘণ্টা পার্কিংয়ের জন্য দিতে হচ্ছে প্রায় ১ হাজার দিরহাম।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

২১ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১ দিন আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে