logo
প্রবাসের খবর

হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ অক্টোবর ২০২৪
Copied!
হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের
হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের। ফাইল ছবি

ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে এসব হামলা হয়েছে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রের মতে, বোমা আঘাত হানা ভবনটি ছিল খালি এবং সেখানে দলটির মিডিয়া অফিস ছিল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এই হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে লেবানন সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি সেনারা হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। লেবাননের বিভিন্নস্থানে গোষ্ঠীটির ঘাঁটিতে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরায়েল লেবাননের ২০টি গ্রাম ও নাবাতিয়েহ শহরের মানুষদের সতর্কবার্তা দিয়ে দ্রুত সরে যেতে বলেছে। সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আড্রির বলেছেন, আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের বাড়ি অবিলম্বে ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যান। নিজের জীবন বাঁচান।

চলতি সপ্তাহে ইসরায়েল দক্ষিণ লেবাননের কিছু অংশে স্থল অভিযান শুরু করেছে। এলাকাটি হিজবুল্লাহর শক্তিশালী এলাকা হিসেবে পরিচিত। এর আগে কয়েকদিন ধরে দেশব্যাপী হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই বোমাবর্ষণে ইতিমধ্যে ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এই হামলা এমন এক সময়ে ঘটছে যখন লেবানন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েল এখন নিজের উত্তর সীমান্তকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। গত বছর হিজবুল্লাহর আক্রমণে বাস্তুচ্যুত হওয়া ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে ইসরায়েল তাদের অভিযান চালাচ্ছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী তিন মাস আগে গাজায় এক হামলায় হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যা করেছে। যাদের মধ্যে ছিলেন রাভি মুশতাহা। তিনি যুদ্ধবিধ্বস্ত গাজায় হামাস সরকারের প্রধান ছিলেন।

মুখোমুখি সংঘর্ষ

হিজবুল্লাহ দাবি করেছে, তারা ফাতিমার গেটে ইসরায়েলি সেনাদের অগ্রগতি রুখে দিয়েছে। তারা আরও দাবি করেছে, দুটি বিস্ফোরক ডিভাইস দিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করা হয়েছে। ক্রমাগত সীমান্ত থেকে রকেট হামলা চালানো হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর এক হামলায় বিনত জবেইলে ১৫ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। এ অঞ্চলটি ২০০৬ সালের যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, তাদের একটি সেনা ফাঁড়িতে ইসরায়েলের হামলায় এক সেনা নিহত হয়েছেন। এ নিয়ে চলমান উত্তেজনায় লেবাননের সেনাবাহিনীর তিন সেনা নিহত হলো। এর জবাবে লেবাননের সেনাবাহিনী পাল্টা গুলি চালায়।

লেবাননের এক সামরিক কর্মকর্তা জানান, ইসরায়েলি হামলার জবাবে লেবাননের সেনাবাহিনীর এটিই প্রথম প্রতিক্রিয়া।

এর আগে, ইসরায়েল বৈরুতের মধ্যাঞ্চলে একটি বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ পরিচালিত একটি জরুরি উদ্ধার কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ হামলায় সাতজন নিহত হয়েছেন।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১৪ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৭ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৮ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে