logo
প্রবাসের খবর

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রথম গণশুনানি অনুষ্ঠিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রথম গণশুনানি অনুষ্ঠিত
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি। ছবি: বাংলাদেশ দূতাবাস, কুয়েত

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের অংশগ্রহণে প্রথম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে আয়োজিত গণশুনানিতে কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীরা অংশগ্রহণ করে অনেকে বিভিন্ন বিষয়ে জানতে চান।

গণশুনানিতে অংশ নেওয়া প্রবাসীরা তাদের অভিযোগ, পরামর্শ ও মতামত প্রকাশ করতে পেরে নিজেদের সন্তুষ্টির কথা প্রকাশ করেন।

৮ সেপ্টেম্বর (রোববার) এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের পাশাপাশি কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, মিনিস্টার (শ্রম) মো. আবুল হোসেন ও কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আকতার প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নানা প্রশ্নের জবাব দেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার পাশাপাশি দূতাবাসের কনস্যুলার সেবার মানকে আরও সহজ ও আধুনিকীকরণ করাসহ দূতাবাসকে প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। প্রবাসীরা তাদের কাঙ্ক্ষিত সেবা নিতে এসে যাতে নিরাশ না হন, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণশুনানির শুরুতেই একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন গণশুনানি বিষয়ে ঘোষণা দেওয়ার পর এটি চলতি মাসে দ্বিতীয় সপ্তাহের রোববার প্রথম আয়োজন ছিল।

আরও দেখুন

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করেছে আমেরিকা

প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

১৯ ঘণ্টা আগে

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

ইরানে আমেরিকার সামরিক হামলার হুমকি একেবারেই অগ্রহণীয়: রাশিয়ার কঠোর সতর্কবার্তা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।

১ দিন আগে

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, স্বীকার করেছেন এক সরকারি কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

২ দিন আগে