logo
প্রবাসের খবর

পর্যটকদের পছন্দের গন্তব্য এখন সৌদি, কারণ কী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ অক্টোবর ২০২৪
Copied!
পর্যটকদের পছন্দের গন্তব্য এখন সৌদি, কারণ কী

মধ্যপ্রাচ্যের পর্যটনপ্রিয় দেশগুলোর মধ্যে সৌদি আরব এতদিন আলোচনায় ছিল না। শুধু হজ করতে যাওয়ার কারণে পর্যটক পেত দেশটি। তবে সম্প্রতি তাদের পর্যটন খাত গোটা মধ্যপ্রাচ্যকেই নাড়া দিয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড বলছে, মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এখন সৌদি আরব।

মরুভূমির দেশকে নান্দনিক করতে ভিশন–২০৩০ হাতে নিয়েছে সৌদি সরকার। এই উদ্যোগ এরই মধ্যে কার্যকর শুরু হয়েছে। এরপর থেকে দেশটিতে পর্যটক বেড়েছে ৭৩ শতাংশ। জাতিসংঘের ট্যুরিজম বিভাগ এমন তথ্যই দিয়েছে। তারা বলছে, পর্যটক বাড়ায় দেশটি আরব আমিরাতকেও ছাড়িয়ে গেছে।

এতদিন মধ্যপ্রাচ্যে ঘুরতে যাওয়ার মানেই ছিল দুবাই যাওয়া। কেনাকাটা, নান্দনিক অবকাঠামো এবং চমৎকার সব স্থাপণা। তবে সৌদি আরব দিচ্ছে ভিন্নতা। দেশটি এখন ধর্মীয় পর্যটনে গুরুত্ব বাড়ানোর পাশাপাশি গুরুত্ব দিতে শুরু করেছে সাংস্কৃতিক ব্যাপারগুলোতেও। এমনটি খেলাধুলাও এখন এর অন্যতম উৎস হয়ে গেছে।

এ কারণে সৌদি আবর এখন হয়ে উঠেছে বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। দেশটি আশা করছে আগামী ২০৩০ সাল নাগাদ সেখানে বছরে ১৫ কোটি বিদেশি পর্যটক যাবেন। সরকারি হিসাব বলছে, ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১০ কোটি।

কী করেছে সৌদি আরব?

পর্যটন খাতে প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প নিয়েছে সৌদি। এর মধ্যে রয়েছে আলোচিত নিওম শহর নির্মাণ, ৫ লাখ হোটেল রুম বানানো ও লোহিত সাগর প্রকল্প। লোহিত সাগরে হবে ৫০টি হোটেল। তাতে ৮ হাজার রুমে থাকতে পারবেন পর্যটকদের একটি অংশ।

হজই এতদিন সৌদি আরবের পর্যটন খাতকে টিকিয়ে রেখেছিল। সেই হজকে তারা আরও গুরুত্ব দিচ্ছে। আগামী ২০৩০ সালে হজের জন্য দেশের বাইরে থেকে ৩ কোটি মানুষকে আসার সুযোগ দিতে চায় তারা।

নতুন করে দারুণ সব রিসোর্ট বানিয়েছে সৌদি। এর মধ্যে রয়েছে আমালা, সিন্দালাহ। এর বাইরে রয়েছ আল উলা নামের কালচারাল হেরিটেজ। রিয়াদে কিল সালমান পার্ক প্রকল্পের কাজ চলমান।

বিনোদন এখন সৌদি আরবের পর্যটন খাতের একটি অংশ হয়ে গেছে। ২০১৭ সাল থেকে দেশটিতে সিনেমা হল চলছে। এ ছাড়া আয়োজিত হচ্ছে বিভিন্ন মিউজিক ফেস্টিভাল। এতে সাংস্কৃতিক বৈচিত্র্যে আকৃষ্ট হয়ে বাড়ছে পর্যটক। জনপ্রিয় খেলোয়াড়দের যুক্ত করা হচ্ছে ফুটবল লীগে। এ তালিকায় রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা।

সবচেয়ে আকর্ষণীয় প্রকল্প হতে যাচ্ছে নিওম শহর। সেখানে আপনি চাইলেই উড়ুক্কু ট্যাক্সি দিয়ে ঘুরতে পারবেন। থাকবে আধুনিক সব সুবিধা।

ভিসা ছাড়াই বিশ্বের ৪৯ দেশের নাগরিকদের দেশটিতে যাওয়ার সুযোগ করে দিয়েছে সৌদি সরকার। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশ। এ ছাড়া ইউরোপের যেসব দেশে পর্যটক বেশি সেসব দেশও এই সুবিধা পাবে। যেমন ইতালি, ফ্রান্স কিংবা গ্রিস।

ব্যবসায়ী ও পর্যটকদের আকর্ষণ করতেই এই ভিসা ফ্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে পবিত্র মসজিদগুলোতে যুক্ত করা হয়েছে আধুনিক সব প্রযুক্তি ও সুযোগ-সুবিধা। সব মিলিয়ে আরব আমিরাত হয়তো সৌদির পেছনই পড়ে যাবে।

আরও দেখুন

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

১২ ঘণ্টা আগে

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় ৪ জন নিহত

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনায় হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের মধ্যে কিশোর থেকে প্রাপ্তবয়স্ক—বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো সন্দেহভাজনের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

১৫ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে আনন্দমুখর পরিবেশে গনশুনানি অনুষ্ঠিত

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

১৬ ঘণ্টা আগে

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

নিউইর্য়ক পুলিশের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি সাজেদুর রহমান

পদোন্নতির ব্যাপারে লেফটেন্যান্ট সাজেদুর রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা ছাড়া এতদূর যেতে পারতাম না। উপরন্তু আমি বিশ্বাস করি, সাফল্যের জন্য আমার ফোকাসও গুরুত্বপূর্ণ ছিল। আমি ও আমার পরিবারের জন্য আপনাদের দোয়া চাই।

২ দিন আগে