
বিডিজেন ডেস্ক

লেবাননে ইসরায়েলি হামলার পর ইসরায়েলে হামলা করেছে ইরান। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। গতকাল বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় ৩ শতাংশের বেশি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, জ্বালানি তেল সরবরাহের অন্যতম পথ এই মধ্যপ্রাচ্য। আর এই অঞ্চলে গত এক বছরের বেশি সময় ধরেই সংকট প্রবল। এর মধ্যেই ইসরায়েলে ইরানে হামলার পর এবার ইরানে পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এর জেরে বেড়ে গেল জ্বালানি তেলের দাম।
ব্রেন্ট ক্রুডের দাম এ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে গতকাল বুধবার। দাম ৩.৩ শতাংশ বা ২.৪২ মার্কিন ডলার বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৭৫.৯৮ ডলার। এ ছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৩.৫ শতাংশ বা ২.৪৭ ডলার বেড়ে হয়েছে ৭২.৩০ ডলার।
দাম বেড়ে যাওয়ার ব্যাপারে ইরান-ইসরায়েল উত্তেজনার কথা উল্লেখ করে ওয়েল ব্রোকার পিভিএমের তামাস ভার্গা বলেন, ইসরায়েল হামলা চালালে ইরানের তেল সংক্রান্ত অবকাঠামোর ক্ষতি হতে পারে।
এই সংঘাতের কারণে তেল সরবরাহকারী প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ভার্গা। তিনি বলেন, কোনো ধরনের পদক্ষেপ নিলেই তেলের দাম আরও বেড়ে যাবে।
এর আগে গত আগস্টে গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ তেল সরবরাহ করেছিল ইরান। তবে সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় এবার সংকটে পড়তে হতে পারে বিশ্বকে।

লেবাননে ইসরায়েলি হামলার পর ইসরায়েলে হামলা করেছে ইরান। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। গতকাল বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় ৩ শতাংশের বেশি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, জ্বালানি তেল সরবরাহের অন্যতম পথ এই মধ্যপ্রাচ্য। আর এই অঞ্চলে গত এক বছরের বেশি সময় ধরেই সংকট প্রবল। এর মধ্যেই ইসরায়েলে ইরানে হামলার পর এবার ইরানে পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এর জেরে বেড়ে গেল জ্বালানি তেলের দাম।
ব্রেন্ট ক্রুডের দাম এ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে গতকাল বুধবার। দাম ৩.৩ শতাংশ বা ২.৪২ মার্কিন ডলার বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৭৫.৯৮ ডলার। এ ছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৩.৫ শতাংশ বা ২.৪৭ ডলার বেড়ে হয়েছে ৭২.৩০ ডলার।
দাম বেড়ে যাওয়ার ব্যাপারে ইরান-ইসরায়েল উত্তেজনার কথা উল্লেখ করে ওয়েল ব্রোকার পিভিএমের তামাস ভার্গা বলেন, ইসরায়েল হামলা চালালে ইরানের তেল সংক্রান্ত অবকাঠামোর ক্ষতি হতে পারে।
এই সংঘাতের কারণে তেল সরবরাহকারী প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ভার্গা। তিনি বলেন, কোনো ধরনের পদক্ষেপ নিলেই তেলের দাম আরও বেড়ে যাবে।
এর আগে গত আগস্টে গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ তেল সরবরাহ করেছিল ইরান। তবে সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় এবার সংকটে পড়তে হতে পারে বিশ্বকে।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।