logo
খবর

হামজা বলে গেলেন, ‘দল ও জাতি হিসেবে গর্বিত হতেই পারি’

প্রতিবেদক, বিডিজেন১১ জুন ২০২৫
Copied!
হামজা বলে গেলেন, ‘দল ও জাতি হিসেবে গর্বিত হতেই পারি’
কাল ম্যাচ শেষে হামজা চৌধুরী।

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ ম্যাচ ঘিরে মানুষের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেও বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। স্বাভাবিকভাবেই মন খারাপ সবার। মন খারাপ হামজা চৌধুরীরও। কাল ম্যাচ শেষে মাঠেই হতাশ হয়ে বসে পড়েছিলেন তিনি। চোখে-মুখে ছিল দেশকে জেতাতে না পারার বেদনা।

আজ ভোরের ফ্লাইটেই হামজা ইংল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন। যাওয়ার আগে বলে গেছেন, ‘দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতেই পারি।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামজা লিখেছেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম, তেমনটা হয়তো হয়নি। কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতেই পারি। আমাদের সব সময়ই ইতিবাচক থাকতে হবে। কারণ, আমরা সবে শুরু করেছি। ইনশাআল্লাহ, আমরা যেখানে যেতে চাই দল হিসেবে খুব শিগগিরই সেখানে পৌঁছে যাব।’

অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ২টি ম্যাচ (হোম ও অ্যাওয়ে) বাংলাদেশের। সে ২টি ম্যাচ ৫ দিনের ব্যবধানে। ৯ অক্টোবর দেশের মাটিতে খেলার পর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে খেলা।

সিঙ্গাপুর ম্যাচ শেষেই হংকংয়ের বিপক্ষে সেই লড়াই নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন হামজা। একই সঙ্গে বাংলাদেশের মানুষকে জানিয়েছেন ভালোবাসা, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ অক্টোবরে দেখা হবে।’

মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর। সে ম্যাচ থেকেই তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাণভোমরা। শিলংয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশ গোলশূন্য ড্র করলেও হামজা ছিলেন দুর্দান্ত। ৪ জুন ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেয়েছে নিজের প্রথম আন্তর্জাতিক গোল। মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচেও তাঁর অ্যাসিস্ট থেকেই আসে বাংলাদেশের একমাত্র গোলটি (রাকিব হোসেন)।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে