logo
খবর

খুলনায় বিদেশফেরত প্রবাসীরা শোনালেন দুর্ভোগের গল্প

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ অক্টোবর ২০২৪
Copied!
খুলনায় বিদেশফেরত প্রবাসীরা শোনালেন দুর্ভোগের গল্প
‘ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম’ আয়োজিত কর্মশালায় বিদেশফেরত প্রবাসীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। খুলনা নগরের সিএসএস আভা সেন্টার। ৩১ অক্টোবর ২০২৪। ছবি: প্রথম আলোর সৌজন্যে

উচ্চমাধ্যমিকে থাকতে ২০২০ সালে দালালের মাধ্যমে সৌদি আরবে যান মো. শান্ত খান। তাঁর খরচ হয়েছিল ৪ লাখ ২০ হাজার টাকা। কথা ছিল সৌদি আরবে গিয়ে একটি ব্যাংকে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করবেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন সম্পূর্ণ ভিন্ন চিত্র।

শান্তকে প্রথমে একটি পেট্রলপাম্পে কাজ দেওয়া হয়। পরে সেখান থেকে খেজুরবাগানে। মাসিক বেতন হিসেবে যে টাকা দেওয়ার কথা ছিল, তা-ও পেতেন না। যা আয় করতেন তা দিয়ে নিজেই চলতে পারতেন না। পরিশ্রমের কারণে দুই বছর না যেতেই অসুস্থ হয়ে পড়েন শান্ত। ২০২৩ সালের মাঝামাঝি কৌশল করে একপ্রকার পালিয়ে দেশে ফিরে আসেন তিনি।

শান্ত খানের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামে। শান্ত বলেন, সৌদি আরব যাওয়ার সময় তাঁর বাবা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। আত্মীয়স্বজনের কাছ থেকেও টাকা ধার করেছিলেন। এখনো সেই ঋণ ও ধারের টাকা শোধ হয়নি। বিদেশ থেকে ফিরে আসার পর সামাজিক ও মানসিকভাবে ব্যাপক হেনস্তার শিকার হয়েছেন তিনি।

ডুমুরিয়া উপজেলার ইসলাম হোসেনের গল্পটা আরও করুণ। তিনি গিয়েছিলেন ওমানে। সেখানে তাঁর যে বেতন ও কাজ দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়নি। এমনকি ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করিয়ে নেওয়া হয়েছে। কষ্ট হলেও মুখ বুজে সহ্য করে পাঁচ বছর টিকে ছিলেন। ২০২০ সালে করোনার সময় দেশে ফিরে আসেন। এরপর আর যেতে পারেননি।

প্রশিক্ষণ নিয়ে দেশেই ছোটখাটো ব্যবসা শুরু করেছিলেন ইসলাম। সবজি চাষ, গরু-ছাগল ও মুরগি পালন করছিলেন। কিন্তু এবারের অতিবৃষ্টির ফলে জলাবদ্ধতায় তাঁর মুরগির খামারটি নষ্ট হয়ে গেছে। পানিতে ডুবে থাকায় গরু-ছাগল বিক্রি করে দিতে হয়েছে। এখন আবার বেকার হয়ে পড়েছেন তিনি।

ইসলাম হোসেন বলেন, ‘টাকা না থাকলে কেউ আপন হয় না—সেটা দেশে আসার পর বুঝেছি। আশপাশের মানুষগুলোও বেশ অচেনা মনে হতে থাকে। যদি কোনো ব্যবসা শুরু করতে না পারতাম তাহলে হয়তো এত দিন বেঁচে থাকতে পারতাম না।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনা নগরের সিএসএস আভা সেন্টারে আয়োজিত এক কর্মশালায় নিজেদের প্রবাস থেকে ফেরার এসব গল্প শোনান শান্ত খান, ইসলাম হোসেনসহ অনেকে। ‘ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম’ ওই কর্মশালার আয়োজন করেছিল। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মেরিনা আক্তার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন খুলনা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন।

বক্তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি। কাজেই অভিবাসন খাতকে নিরাপদ করার পাশাপাশি বিদেশফেরত প্রবাসীদের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ নিতে হবে। যাঁরা বিদেশে যান তাঁদের যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই-বাছাই করে বিদেশে যেতে হবে। মূলত দালালের মাধ্যমে গেলে প্রবাসীরা বেশি প্রতারণার শিকার হন। অনেকে বিদেশে যাওয়ার সময় যে টাকার লেনদেন করেন, তার প্রমাণও রাখেন না। আর্থিক প্রতারণা রুখতে যেকোনো ধরনের লেনদেনের প্রমাণ রাখার পরামর্শ দেন বক্তারা।

সূত্র: প্রথম আলো অনলাইন

আরও দেখুন

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।

৩ ঘণ্টা আগে

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।

৪ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

৪ ঘণ্টা আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

৫ ঘণ্টা আগে