

প্রতিবেদক, বিডিজেন

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটির পর আজ রোববার (১৫ জুন) সরকারি অফিস খুলেছে। ৫ জুন শুরু হয়েছিল এই ছুটি। ছুটির শেষ দিন গতকাল শনিবার অনেক মানুষ রাজধানী ঢাকায় ফেরেন। আজ সকালেও অনেক মানুষকে রাজধানীতে ফিরতে দেখা যায়।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শনিবার দিনভর যাত্রী নিয়ে রাজধানী ঢাকার টার্মিনালগুলোয় ঢুকছে বাস। ব্যক্তিগত গাড়িও বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেন ও লঞ্চে যাত্রীদের চাপ লক্ষ করা গেছে।
আজ সকালে অফিসে আসার পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। উপদেষ্টারাও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করেন।
ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসে এসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আজ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা না থাকায় অনেকেই পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করছেন। সচিবালয়ের ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো পূর্ণ হয়ে আছে।
দুই ঈদে ৫ দিন করে সরকারি ছুটি নির্ধারণ করা আছে। এবারের কোরবানি ঈদের ছুটির পর বুধ ও বৃহস্পতিবার ২ দিন ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এই ২ দিন ছুটির কারণে ঈদের আগে ২ শনিবার সরকারি চাকরিজীবীদের অফিস করতে হয়েছে। ফলে এই ঈদে টানা ১০ দিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মচারীরা।

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটির পর আজ রোববার (১৫ জুন) সরকারি অফিস খুলেছে। ৫ জুন শুরু হয়েছিল এই ছুটি। ছুটির শেষ দিন গতকাল শনিবার অনেক মানুষ রাজধানী ঢাকায় ফেরেন। আজ সকালেও অনেক মানুষকে রাজধানীতে ফিরতে দেখা যায়।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শনিবার দিনভর যাত্রী নিয়ে রাজধানী ঢাকার টার্মিনালগুলোয় ঢুকছে বাস। ব্যক্তিগত গাড়িও বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেন ও লঞ্চে যাত্রীদের চাপ লক্ষ করা গেছে।
আজ সকালে অফিসে আসার পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। উপদেষ্টারাও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা করেন।
ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসে এসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আজ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা না থাকায় অনেকেই পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করছেন। সচিবালয়ের ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো পূর্ণ হয়ে আছে।
দুই ঈদে ৫ দিন করে সরকারি ছুটি নির্ধারণ করা আছে। এবারের কোরবানি ঈদের ছুটির পর বুধ ও বৃহস্পতিবার ২ দিন ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এই ২ দিন ছুটির কারণে ঈদের আগে ২ শনিবার সরকারি চাকরিজীবীদের অফিস করতে হয়েছে। ফলে এই ঈদে টানা ১০ দিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মচারীরা।
শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।