logo
খবর

সিলেটে এক প্রবাসী নিলামে একটি কমলা কিনলেন ২ লাখ টাকায়

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৪
Copied!
সিলেটে এক প্রবাসী নিলামে একটি কমলা কিনলেন ২ লাখ টাকায়
সিলেটে এক মাহফিলে অতিথিকে কমলাটি খাওয়ার জন্য দিয়েছিলেন এক প্রবাসী। সেটি নিলামে ২ লাথ টাকায় কিনে নিয়েছেন আরেক প্রবাসী। ছবি: প্রথম আলো

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলের অতিথিকে এক প্রবাসীর দেওয়া একটি কমলা নিলামে বিক্রি হয়েছে ২ লাখ টাকায়। আর নিলামে সেই কমলা কিনেছেন এক যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি গোলাপগঞ্জেরই বাসিন্দা। নগদ টাকায় তিনি কমলাটি কিনে নিয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিলাম ডাকে ওই কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়।

খবর প্রথম আলোর।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানী (রহ.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার জন্য একটি কমলা দেন। এ সময় আল মাদানী (রহ.) কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। ৫ হাজার টাকায় শুরু হওয়া কমলার নিলাম ডাক চলে প্রায় ২৫ মিনিট। অবশেষে ২ লাখ টাকা দামে বিক্রি হয় কমলাটি।

ওয়াজ মাহফিলে কমলাটি ২ লাখ টাকায় কিনে নেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জামিয়াতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ ইয়ামিন। এ টাকা মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা নাদিম মাহমুদ প্রথম আলোকে বলেন, মাহফিলে প্রথমে ৫ হাজার টাকা দিয়ে একটি কমলার নিলাম ডাক শুরু হয়। ক্রমে সেটি বাড়তে থাকে। একপর্যায়ে ১ লাখ টাকা ছাড়িয়ে যায়। এরপর ভাবা হচ্ছিল, সেটি আর তেমন বাড়ানো হবে না। পরে ২ লাখ টাকা পর্যন্ত ওঠে একটি কমলার দাম।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে