
প্রতিবেদক, বিডিজেন

কোনো কোনো ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীযতাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ পরিষদ আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গতকাল এক সাক্ষাৎকারে আমি বলেছি, যদি অন্তবর্তী সরকার পক্ষপাতমুক্ত থাকতে না পারে, তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার। আমাদের পর্যবেক্ষণ বলছে, বেশ কিছু বিষয়ে অন্তবর্তী সরকার নিরপেক্ষতা ধরে রাখতে পারছে না।
এ সময় নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। পাশাপাশি বর্তমানে দেশ যেসব সমস্যার মুখোমুখি; তা সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা উচিত সরকারের। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারই জনআকাঙ্ক্ষা ও মানুষকে দেওয়া অঙ্গীকার পূরণ করতে সক্ষম হবে।
কেবল ক্ষমতায় যাওয়ার জন্যই বিএনপি নির্বাচনের দাবি করছে না বলে জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, যদি নির্বাচন আয়োজনে অযাচিত সময়ক্ষেপণ করা হয়, তাহলে অশুভ শক্তি সেই সুযোগ কাজে লাগাতে পারে বলে আশঙ্কা করছি। তবে এখনই না, ন্যূনতম সংস্কারের পরেই নির্বাচন চাচ্ছি।
পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে ঐকমত্য হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রবেশপথ।
“সংস্কারের পরেই নির্বাচন হওয়া দরকার বলে মনে করে জনগণ। কিন্তু আমরা কী চার-পাঁচ বছর কিংবা সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করব? নির্বাচন এমন দেরিতে হলে লোকজন ভোটাধিকার থেকে বঞ্চিত হবে,” বলেন মির্জা ফখরুল।
বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন আয়োজন করতে পারবে না। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাবের প্রতিক্রিয়াসহ আরও অনেক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন

কোনো কোনো ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীযতাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ পরিষদ আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গতকাল এক সাক্ষাৎকারে আমি বলেছি, যদি অন্তবর্তী সরকার পক্ষপাতমুক্ত থাকতে না পারে, তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার। আমাদের পর্যবেক্ষণ বলছে, বেশ কিছু বিষয়ে অন্তবর্তী সরকার নিরপেক্ষতা ধরে রাখতে পারছে না।
এ সময় নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। পাশাপাশি বর্তমানে দেশ যেসব সমস্যার মুখোমুখি; তা সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা উচিত সরকারের। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারই জনআকাঙ্ক্ষা ও মানুষকে দেওয়া অঙ্গীকার পূরণ করতে সক্ষম হবে।
কেবল ক্ষমতায় যাওয়ার জন্যই বিএনপি নির্বাচনের দাবি করছে না বলে জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, যদি নির্বাচন আয়োজনে অযাচিত সময়ক্ষেপণ করা হয়, তাহলে অশুভ শক্তি সেই সুযোগ কাজে লাগাতে পারে বলে আশঙ্কা করছি। তবে এখনই না, ন্যূনতম সংস্কারের পরেই নির্বাচন চাচ্ছি।
পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে ঐকমত্য হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রবেশপথ।
“সংস্কারের পরেই নির্বাচন হওয়া দরকার বলে মনে করে জনগণ। কিন্তু আমরা কী চার-পাঁচ বছর কিংবা সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করব? নির্বাচন এমন দেরিতে হলে লোকজন ভোটাধিকার থেকে বঞ্চিত হবে,” বলেন মির্জা ফখরুল।
বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন আয়োজন করতে পারবে না। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাবের প্রতিক্রিয়াসহ আরও অনেক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন
বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।
শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।