
বিডিজেন ডেস্ক

হত্যাসহ ২টি মামলার নিয়মিত হাজিরা দিতে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে।
এদিকে আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় তাঁকে লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাঁকে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করেন।
মানিকগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, “মমতাজ বেগমের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় করা হত্যা মামলায় আজ [মঙ্গলবার] শুনানি ছিল। পরে আদালতের নির্দেশে হরিরামপুর থানায় করা মামলায় আগে ধার্য করা ২ দিনের রিমান্ড কার্যকর করার জন্য থানায় পাঠানো হয়।”
এদিকে আজও মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা ছিল। এরপরও জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা মমতাজকে লক্ষ্য ডিম ছোড়েন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। দুপুর ১টার দিকে প্রিজন ভ্যানে করে মমতাজকে হরিরামপুর থানায় নেওয়া হয়।

হত্যাসহ ২টি মামলার নিয়মিত হাজিরা দিতে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে।
এদিকে আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় তাঁকে লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাঁকে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করেন।
মানিকগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, “মমতাজ বেগমের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় করা হত্যা মামলায় আজ [মঙ্গলবার] শুনানি ছিল। পরে আদালতের নির্দেশে হরিরামপুর থানায় করা মামলায় আগে ধার্য করা ২ দিনের রিমান্ড কার্যকর করার জন্য থানায় পাঠানো হয়।”
এদিকে আজও মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা ছিল। এরপরও জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা মমতাজকে লক্ষ্য ডিম ছোড়েন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। দুপুর ১টার দিকে প্রিজন ভ্যানে করে মমতাজকে হরিরামপুর থানায় নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ এবং ইমরুল কায়েস আপন।
মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।