
বিডিজেন ডেস্ক

বিশ্বে আম উৎপাদনে সপ্তম অবস্থানে থাকলেও রপ্তানিতে এখনো পিছিয়ে বাংলাদেশ। অথচ বিশ্বজুড়ে তাজা ফলের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি ফল বিশেষ করে আম, লিচু ও অন্য মৌসুমি ফলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই বাজার ধরতেই প্রথমবারের মতো কাতারের রাজধানী দোহায় জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশি ফল মেলা ২০২৫’।
খবর আজকের পত্রিকার।
কাতারের বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই ফল মেলা শুরু হবে ২৫ জুন এবং চলবে ১ জুলাই পর্যন্ত। মেলাটি অনুষ্ঠিত হবে দোহার অন্যতম বাণিজ্যিক এলাকা সুক ওয়াকিফে। যেখানে থাকবে ৬০টি ফল ও কৃষিপণ্যের স্টল।
আয়োজকেরা আশা করছেন, মেলায় প্রায় ৫ লাখ কেজি ফল বিক্রি হবে। বাংলাদেশি উদ্যোক্তারা কম খরচে অংশ নিতে পারবেন এই মেলায়। প্রদর্শিত পণ্যের মধ্যে থাকবে রপ্তানিযোগ্য উন্নত জাতের আম, বোম্বাই লিচু, কাঁঠাল, জাম এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য।
মেলার সহযোগী পার্টনার হিসেবে কাজ করছে এম্পিরিক রিসার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সোহেল রানা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের কৃষি উদ্যোক্তারা যাতে সহজে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারেন। মেলার মাধ্যমে কাতারের শীর্ষ ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে তাদের সরাসরি সংযোগ তৈরি হবে। এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে বাংলাদেশের ফল রপ্তানির ইতিহাসে।’
সূত্র: আজকের পত্রিকা

বিশ্বে আম উৎপাদনে সপ্তম অবস্থানে থাকলেও রপ্তানিতে এখনো পিছিয়ে বাংলাদেশ। অথচ বিশ্বজুড়ে তাজা ফলের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি ফল বিশেষ করে আম, লিচু ও অন্য মৌসুমি ফলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই বাজার ধরতেই প্রথমবারের মতো কাতারের রাজধানী দোহায় জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশি ফল মেলা ২০২৫’।
খবর আজকের পত্রিকার।
কাতারের বাংলাদেশ দূতাবাস আয়োজিত এই ফল মেলা শুরু হবে ২৫ জুন এবং চলবে ১ জুলাই পর্যন্ত। মেলাটি অনুষ্ঠিত হবে দোহার অন্যতম বাণিজ্যিক এলাকা সুক ওয়াকিফে। যেখানে থাকবে ৬০টি ফল ও কৃষিপণ্যের স্টল।
আয়োজকেরা আশা করছেন, মেলায় প্রায় ৫ লাখ কেজি ফল বিক্রি হবে। বাংলাদেশি উদ্যোক্তারা কম খরচে অংশ নিতে পারবেন এই মেলায়। প্রদর্শিত পণ্যের মধ্যে থাকবে রপ্তানিযোগ্য উন্নত জাতের আম, বোম্বাই লিচু, কাঁঠাল, জাম এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য।
মেলার সহযোগী পার্টনার হিসেবে কাজ করছে এম্পিরিক রিসার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সোহেল রানা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের কৃষি উদ্যোক্তারা যাতে সহজে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারেন। মেলার মাধ্যমে কাতারের শীর্ষ ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে তাদের সরাসরি সংযোগ তৈরি হবে। এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে বাংলাদেশের ফল রপ্তানির ইতিহাসে।’
সূত্র: আজকের পত্রিকা
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।