logo
খবর

বায়রার পরিচালনা পর্ষদের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে রামরুর সংলাপ

প্রতিবেদক, বিডিজেন৪ দিন আগে
Copied!
বায়রার পরিচালনা পর্ষদের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে রামরুর সংলাপ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজকে (বায়রা) একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হলে যথাযথ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব প্রদানের পাশাপাশি সাধারণ সদস্যদের স্বার্থ তুলে ধরার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রার্থী ফাতিমা খাতুন।

আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য বায়রার দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

আজ রোববার (১১ জানুয়ারি) রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) বায়রার পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রার্থীদের অংশগ্রহণে এই সংলাপের আয়োজন করে।

সংলাপে মূলত ৩টি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো—বায়রাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের পরিকল্পনা, নৈতিক নিয়োগ নিশ্চিতকরণে প্রার্থীদের অঙ্গীকার এবং বাংলাদেশে ও গন্তব্য দেশসমূহে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতকরণ।

সম্প্রতি মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে ১০ হাজার বর্গফুটের অফিসসহ যেসব শর্ত আরোপ করা হয়েছে তা আসলে সিন্ডিকেট এবং বৃহৎ রিক্রুটিং এজেন্সির স্বার্থেই রক্ষিত হবে বলে মনে করেন সাধারণ সদস্যরা। গতকাল এক সভায় লটারির মাধ্যমে প্রধান পদে নির্বাচনের বিষয়টি সম্পর্কে দ্বিমত পোষণ করেন স্বতন্ত্র প্রার্থীরা।

নির্বাচনে প্রার্থী ফখরুল ইসলাম বলেন, সাধারণ সদস্যরা বায়রার বিভিন্ন কমিটিতে যথাযথভাবে প্রতিনিধিত্ব ও গুরুত্ব পাচ্ছেন না। তিনি অঙ্গীকার করেন, তারা নির্বাচনে জিততে পারলে, বায়রার বিভিন্ন কমিটি অন্তর্ভুক্তিতে সাধারণ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। বায়রার নিজস্ব আরবিট্রেশন ব্যবস্থাকে সচল এবং সংগঠনের কর্মীদের কল্যাণে একটি স্বতন্ত্র তহবিল গঠন করবেন।

দিদারুল হক (নির্বাচনে প্রার্থী) দালাল নির্ভরতা বন্ধ করতে সরকার ও বায়রার সমন্বয়ে একটি কার্যকর ডিজিটাল সিস্টেম গড়ে তুলবেন বলে অঙ্গীকার করেন।

রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি রিয়াজ-উল-ইসলাম (নির্বাচন প্রার্থী), বলেন, বায়রার প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো বর্তমানে কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। এসব প্রশিক্ষণ ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে উন্নীত করবেন বলে তিনি অঙ্গীকার করেন।

রেহানা পারভিন (সাবেক কমিটির প্রতিনিধি) বলেন, আগের কমিটিতে যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখা যেত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রাধান্য থাকে। আগামী নির্বাচনে এই ব্যবস্থার পরিবর্তন চান তারা।

সিভিল সোসাইটির প্রতিনিধি শাকিল আকতার চৌধুরী বলেন, বায়রা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য লিখিত নির্বাচনী ইশতেহার থাকা জরুরি। তিনি এই বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করতে আহ্বান জানান নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের।

সিভিল সোসাইটির প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, রিক্রুটিং এজেন্সির যথাযথ নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ ছিল তাদের সংখ্যা নিয়মতান্ত্রিক উপায়ে কমিয়ে আনা। তা না হয়ে এ বছরে আরও ২৬৫ টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়া হয়। ফলে রিক্রুটিং এজেন্সির পাশাপাশি সরকারের দায়িত্বশীল ব্যবহারে বিষয়টিও গুরুত্বপূর্ণ।

সংলাপটি পরিচালনা করেন রামরুর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. তাসনীম সিদ্দিকী। তিনি বলেন, রাজনীতি, আমলাতন্ত্র এবং গুটিকতক রিক্রুটিং এজেন্সির মধ্যকার আঁতাত বন্ধ করার বিষয়টি এ বছর নির্বাচনে গুরুত্বপূর্ণ এজেন্ডা হওয়া প্রয়োজন।

সংলাপে উপস্থিত ছিলেন বায়রা নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থী, সংগঠনটির সাবেক কমিটি সদস্য, সিভিল সোসাইটির প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।

আরও দেখুন

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

১৯ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ এবং ইমরুল কায়েস আপন।

২ দিন আগে

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।

৩ দিন আগে