logo
খবর

লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার ৩

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ জুলাই ২০২৫
Copied!
লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার (২৩ জুলাই) সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ ধর্ষণের এ ঘটনার মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খবর ইনডিপেনডেন্টের।

পুলিশ জানিয়েছে, ওই নারী ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে একা ঘরে বসবাস করতেন। তাঁর স্বামী মালয়েশিয়াপ্রবাসী।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মামলার প্রধান অভিযুক্ত ফারুক হোসেনকে (৩৪) সদর থানায় হস্তান্তর করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর আগে, র‍্যাব ১১–এর নোয়াখালী ক্যাম্পের সদস্যরা ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেপ্তার করে। এ ছাড়া, অন্য দুই অভিযুক্ত তোফায়েল আহমেদ রকি ও রিয়াজ হোসেনকে রায়পুর ও হামছাদী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩ জনের নামে মামলা হলে প্রধান অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। ফারুক দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপনাথপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।এ ঘটনার সঙ্গে জড়িত অন্য দুজনকে পুলিশ গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ রাস্তাঘাটে চলাচলের সময় অভিযুক্ত ফারুক, রকি ও রিয়াজ তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। তার মেয়ে বাড়ির পার্শ্ববর্তী  মাদ্রাসায় পড়তে গেলে দুপুরের দিকে ফারুকসহ ৩ জন ঘরে ঢুকে লুকিয়ে থাকে। তার মেয়ে মাদ্রাসা থেকে ঘরে এলে মেয়েকে ধারালো চাকুর ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেয় অভিযুক্তরা। পরে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।

অভিযোগে বলা হয়, ধর্ষণের ঘটনায় আত্মসম্মানের ভয়ে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ওই দিন সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর পর ওই গৃহবধূর ব্যবহৃত ইমো অ্যাকাউন্টে তাঁর স্বামীর কাছে পাঠানো অডিও রেকর্ড পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এ ঘটনায় তাঁর বাবা আবদুল মতলব বদু বাদী হয়ে সদর থানায় ৩ জনের নামে মামলা করেন।

সূত্র: ইনডিপেনডেন্ট

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৬ দিন আগে