logo
খবর

সৌদিতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশের অপেক্ষা, ভিটা হারানোর শঙ্কায় পরিবার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ মার্চ ২০২৫
Copied!
সৌদিতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশের অপেক্ষা, ভিটা হারানোর শঙ্কায় পরিবার
সৌদি আরবে নিহত প্রবাসী মো. কাউছারে স্ত্রী ও মেয়ে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়েলের ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েল ফেয়ার সেন্টার, ময়মনসিংহ। সোমবার, ১০ মার্চ ২০২৫। ছবি: প্রথম আলো

১৬ মাস বয়সী কারিমাতুল জান্নাত বাবার স্পর্শ পায়নি। তার জন্মের ছয় দিন আগে বাবা মো. কাউছার (৩০) সংসারের অভাবে ঘোচাতে দাদনের টাকায় প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ভাগ্য সহায় হলো না। সৌদি আরবে এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। ৩ মার্চ স্বজনেরা কাউছারের মৃত্যুর খবর পেলেও এখনো তার লাশ দেশে পৌঁছায়নি। লাশ আদৌ পাওয়া যাবে কি না, সেই শঙ্কার মধ্যে দিন কাটছে পরিবারের। কাউছারের মৃত্যুতে দাদনের টাকা পরিশোধ নিয়েও চিন্তার মধ্যে পড়ে গেছেন স্বজনেরা। ভিটাবাড়ি হারানোর শঙ্কায় কাউছারের পরিবার।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী জয়দা গ্রামের বাসিন্দা নির্মাণশ্রমিক মোতাহার আলীর ছেলে মো. কাউছার। কাউছারও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। অভাবের কারণে গত ১৬ মাস আগে সৌদি আরবে যান কাউছার। সেখানে দাম্মাম শহরে সাক্কো নামের একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। কাউছার মোট সাত লাখ টাকায় সৌদি আরবে যান। এর মধ্যে পাঁচ লাখ টাকা নেওয়া হয়েছে দাদনে, বাকি আরও দুই লাখ টাকা নিয়েছেন আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে। দাদনের প্রতি লাখ টাকার জন্য মাসে ১০ হাজার টাকা লাভ দিতে হয়। দাদনের টাকা দিতে গিয়ে দুটি এনজিও থেকে আরও ২ লাখ ১০ হাজার টাকা ঋণ নিয়েছে কাউছারের পরিবার। প্রতি মাসে বাড়িতে ৫০–৫৫ হাজার টাকা পাঠালে তাঁর পুরোটাই সুদ দিয়ে শেষ হয়ে যেত।

সৌদি আরবে কাউছারের সহপাঠীদের বরাতে স্বজনেরা জানান, ৩ মার্চ দাম্মাম শহরের একটি এলাকায় গ্যাস সঞ্চালন লাইনের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় কাউছার মারা যান। তার মৃত্যুর খবরটি দেশে পৌঁছায় প্রতিবেশী এক প্রবাসীর মাধ্যমে। কাউছারের মৃত্যুতে শুধু পরিবারের স্বপ্ন ভেঙে চুরমারই হয়নি, বাবার ওপর চেপে বসেছে ঋণের বোঝা।

The wife and daughter of expatriate Md. Kaushar who was killed in Saudi Arabia.

ছেলের মরদেহ বাংলাদেশি কোন সংস্থার মাধ্যমে দেশে ফিরবে, কবে ফিরবে, এ বিষয়েও কিছু জানেন না বাবা মোতাহার আলী। সোমবার (১০ মার্চ) বেলা একটার দিকে ময়মনসিংহ নগরীতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েলফেয়ার সেন্টারে আসেন মোতাহার আলী। সঙ্গে ছিলেন পুত্রবধূ মোছা. জেসমিন ও ছেলের একমাত্র সন্তান কারিমাতুল জান্নাত। কাউছারের লাশ ফেরত আনতে আবেদন করেন তাঁরা। এ সময় মোতাহার আলী বলেন, ‘অভাব দূর করার আশায় পোলারে বিদেশে পাঠাইছিলাম। কিন্তু অভাব আরও বড় অইলো, আমার পুতও গেল। অত টেহা অহন কেমনে দিয়াম আমি। দাদনের টেহা দিলে ভিডাবাড়ি সব বেচন লাগব। আমার পোলার লাশও কবে পাইবাম, তারও ঠিক নাই।’

কাউছারের স্ত্রী মোছা. জেসমিন বলেন, ‘স্বামী বিদেশে যাওয়ার ছয় দিনের মাথায় আমার সন্তান হয়। সন্তানকে কোলে তুলে আদর করার কত বাসনা ছিল তার (কাউছার)। কিন্তু প্রতি মাসে দাদনের টাকা দিতে দিতে আমরাও ঠিকমতো ভাতের জোগান দিতে পারতাম না। খুব কষ্টে সংসার চলছিল। ঋণের টাকা শোধ হবার পর আমার স্বামীর দেশে আসার কথা ছিল। কিন্তু ঋণ রয়ে গেলেও আমার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন আমাদের ভাগ্যে কী আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। স্বামীর লাশ পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। তা না হলেও স্বামীর লাশও শেষবারের মতো দেখতে পারব না।’

বিষয়টি নজরে আনা হলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েল ফেয়ার সেন্টার ময়মনসিংহের সহকারী পরিচালক মাহবুবুল হাসান তাহেরি বলেন, ‘নিহত ব্যক্তির পরিবার মরদেহ প্রাপ্তির লিখিত আবেদন করেছে, আমরা তা পাঠিয়ে দেব ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নেবে।’

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

২০ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ এবং ইমরুল কায়েস আপন।

২ দিন আগে

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।

৩ দিন আগে