logo
খবর

চান্দগাঁওয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ জানুয়ারি ২০২৫
Copied!
চান্দগাঁওয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত
চান্দগাঁওয়ের মানচিত্র। ছবি”: বাংলাপিডিয়া

১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় চ্ট্টগ্রামের চান্দগাঁওয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। নগরীর চান্দগাঁও থানাধীন শংকর দেওয়ানজিরহাট এলাকার বেপারী পাড়ার বাগদাদ হাউজে এ ঘটনা ঘটে।

রোববার (৫ জানুয়ারি) ঘটনার ব্যাপারে ১৩ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে চান্দগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, বাগদাদ হাউজের মরহুম সেকান্দর মিয়ার পুত্র ব্যবসায়ী লিয়াকত আলী লাকির নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে একটি গ্রুপ। লিয়াকত আলী লাকি সিঅ্যান্ডএফ, ফ্রেইট ফরোওয়ার্ডস, বড় বড় কোম্পানির ডিস্ট্রিবিউটরসহ পারিবারিকভাবে বিভিন্ন ব্যবসা–বাণিজ্যের সাথে জড়িত। তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে বাগদাদ হাউজে চড়াও হয় একদল সন্ত্রাসী।

তারা লিয়াকত আলী এবং তাঁর ভাই মমতাজ আলীকে চাঁদা প্রদানের জন্য চাপ দিতে থাকে। ৩০ ডিসেম্বর দুপুরে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটতরাজ চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা লিয়াকত আলী ও তার স্ত্রীকেও আঘাত করে। সন্ত্রাসীরা লিয়াকত আলীকে কুপিয়ে এবং অন্যদের পিটিয়ে গুরুতরভাবে আহত করে। যাওয়ার সময় সন্ত্রাসীরা ঘর থেকে নগদ দেড় লাখ টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তারা আসবাবপত্রও ভাঙচুর করে। লিয়াকত আলীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। মামলা করলে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা।

গুরুতর আহত অবস্থায় লিয়াকত আলী লাকিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার ব্যাপারে চান্দগাঁও থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে