logo
খবর

ভালো নির্বাচন হলে স্বৈরশাসক আসবে না, এমন গ্যারান্টি নেই

সুজনের গোলটেবিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা১৪ নভেম্বর ২০২৪
Copied!
ভালো নির্বাচন হলে স্বৈরশাসক আসবে না, এমন গ্যারান্টি নেই
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক গোটেবিল বৈঠকে বক্তারা: ছবি– সুজন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিন বলেছেন, ভালো নির্বাচন হলে স্বৈরশাসক আসবে না, এমন গ্যারান্টি দেওয়া যাবে না। তিনি বলেন, জবাবদিহি না থাকলেই স্বৈরশাসকের উত্থান হয়। ভালো নির্বাচনের পরও স্বৈরশাসক বনে যাওয়ার উদাহরণ আগেও রয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সহযোগিতায় দ্য হাঙ্গার প্রজেক্ট উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

এতে লিখিত প্রবন্ধ পাঠ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

লিখিত প্রবন্ধে দিলীপ কুমার সরকার বলেন, আগে রাষ্ট্র সংস্কার, না আগে নির্বাচন, এই বিতর্কে না গিয়ে সংস্কার ও নির্বাচন ভাবনাকে কয়েকটি ধাপে ভাবা যেতে পারে। প্রথমত, সংস্কার কমিশনগুলো কর্তৃক অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন পেশ; দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকার কর্তৃক অংশীজনদের সাথে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনাক্রমে সংস্কারের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ; তৃতীয়ত, কোন সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার করবে এবং কোন সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে তা নির্ধারণ; চতুর্থত, অন্তর্বর্তী সরকারের এখতিয়ারভুক্ত সংস্কারগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি; পঞ্চমত, নির্বাচিত সরকার কর্তৃক কোন সংস্কারগুলোর উদ্যোগ গ্রহণ করা হবে এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি জাতীয় সনদ বা সমঝোতা স্মারক স্বাক্ষর–যাতে যেদল সরকার গঠন করবে তারা যেন সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হয় এবং বিরোধীদলগুলোও যেন তাতে সমর্থন দিতে বাধ্য থাকে। আমাদের মনে রাখতে হবে যে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের আগে যেমন সংস্কার প্রয়োজন, নির্বাচনের পরেও তা চলমান রাখতে হবে।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজনের সহসভাপতি বিচারপতি এম এ মতিন।

উপস্থিত ছিলেন ড. আব্দুল আওয়াল মজুমদার, মাহাবুব কামাল, সোহরাব হাসান, এস এম শফিকুল ইসলাম কানুসহ সুজনের নেতৃবৃন্দ।

বিচারপতি এম এ মতিন বলেন, একটি সফল বিপ্লবের পর আগামী সময়ে রাষ্ট্রের কী মেরামত লাগবে এ ব্যাপারে সুজন আলোচনা চালিয়ে যাচ্ছে। জনগণের প্রতিনিধিদের নিয়ে দেশ পরিচালিত হবে এটাই স্বাভাবিক। এর কোনো ব্যত্যয় হওয়া উচিত নয়। কিন্তু দেশের ন্যূনতম কোনো সংস্কার না করে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া অনেকে নিরাপদ বোধ করছে না। তাই নির্বাচনে যাওয়ার আগে কিছু জরুরি সংস্কার করা দরকার।

এস এম শফিকুল ইসলাম কানু বলেন, রাজনীতিবিদরা হাজার হাজার কোটি টাকা পাচার করেন, অথচ সাধারণ মানুষ সামান্য চিকিৎসা সেবাও পান না। দেশের এ পরিস্থিতি পরিবর্তন করতে হলে সাধারণ মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।

সোহরাব হাসান বলেন, ১৭ কোটি মানুষের ভাগ্য বদলের চিন্তা করতে হবে। এটাই রাষ্ট্রের দায়িত্ব। ৫৩ বছর ধরে রাষ্ট্র এটি করেনি। এতগুলো জীবনের বিনিময়ে এখনো বৈষম্যবিরোধী সমাজ পাচ্ছি। গতকাল স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে যে ঘটনা ঘটলো এটা কাম্য ছিল না। সরকার আহতদের প্রতি ন্যায় বিচার করেনি। তাদের চিকিৎসার ব্যবস্থা করার ন্যূনতম দায়িত্ব পালন করেনি। এখন পর্যন্ত নিহতদের তালিকাও করা হয়নি। ৫ আগস্টের পর সব অবিচার বন্ধ হয়ে যায়নি। অবিচারের প্রতিবাদ এখনো করতে হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

৪৩ মিনিট আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

১ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

১ দিন আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে