logo
খবর

রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে পিটুনি দিয়ে যুবককে হত্যা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ ডিসেম্বর ২০২৪
Copied!
রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে পিটুনি দিয়ে যুবককে হত্যা
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মো. রুবেল (৩০) নামের এক যুবককে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার পর উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, চোর সন্দেহে রুবেলকে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।

খবর প্রথম আলোর।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে রুবেল এক আত্মীয়ের মালিকানাধীন সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য ঘর থেকে বের হন। গ্যাস নিয়ে ফেরার পথে লালানগর বন্দেরাজাপাড়া এলাকায় এলে কিছু স্থানীয় ব্যক্তি গতি রোধ করেন। পরে তার বিরুদ্ধে চুরির অভিযোগ করে পিটুনি দেওয়া হয়। এতে তার মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে স্থানীয় লোকজন পুলিশকে ফোন দিয়ে ঘটনাটি জানান। এরপর পুলিশের সদস্যরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।

রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর পুত্র। তবে তিনি দীর্ঘদিন ধরে লালানগর ৫ নম্বর ওয়ার্ডে তার শ্বশুরবাড়িতে থাকতেন। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক। পরিবারে তার ৬ বছরের একটি সন্তান রয়েছে।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, চোর সন্দেহে পিটুনি দিয়ে রুবেলকে হত্যা করা হয়। এ ঘটনায় রুবেলের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। অভিযুক্ত অজ্ঞাতনামা। রুবেলের সঙ্গে ঘটনাস্থলে আরও ২ জন ছিলেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে