logo
খবর

ওটিটি প্লাটফর্মে বুবলী ও শরীফুল অভিনীত ‘দেয়ালের দেশ’

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ জুলাই ২০২৫
Copied!
ওটিটি প্লাটফর্মে বুবলী ও শরীফুল অভিনীত ‘দেয়ালের দেশ’
দেয়ালের দেশ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে শবনম বুবলী ও শরীফুল রাজের অভিনীত 'দেয়ালের দেশ'। আজ বুধবার (১৬ জুলাই) রাত ১২টা ১ মিনিটে চরকিতে দেখা যাবে সিনেমাটি।

২০২৪ সালে যে সিনেমাগুলো দর্শকদের ভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, এই সিনেমাটি সেগুলোর মধ্যে অন্যতম। সিনেমাটি নির্মাণ করেছেন মিশুক মনি।

মিস্ট্রি, রোমান্স ঘরানার সিনেমা 'দেয়ালের দেশ'। সিনেমায় নহর চরিত্রে বুবলী ও বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। তাদের অন্য রকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি।

এই প্রেম সত্যি অন্য রকম, সিনেমার শুরু হাসপাতালের মর্গ থেকে। সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন।

পরিচালক মিশুক মনি বলেন, 'দেয়ালের দেশ' সিনেমাটি ওটিটিতে মুক্তি পাচ্ছে। তবুও এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসের সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশে-বিদেশের দর্শকেরা এখন সিনেমাটি দেখতে পারবেন। এই সিনেমাটির গল্প, অভিনয়, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছিলেন দর্শক-সমালোচকেরা।

শবনম বুবলী বলেন, 'গল্প পড়েই আমার ভীষণ ভালো লাগে। অভিনয়শিল্পীরা প্রায়ই তাদের কাজকে ভিন্ন বলেন, কিন্তু দেয়ালের দেশ আসলেই ভিন্ন আঙ্গিকের।'

'আমার জন্য এ ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ তখনো আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হয়েছিল। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে,' বলেন তিনি।

২০২১ সালে সিনেমাটি সরকারি অনুদান পায়। 'দেয়ালের দেশ' সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে