logo
খবর

কক্সবাজারে গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ জানুয়ারি ২০২৫
Copied!
কক্সবাজারে গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার
পুলিশের হাতে গ্রেপ্তার শওকত হাসান মেহেদী। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারে বিয়ের ৮ মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম উম্মে হাফ্সা তুহি (১৮)। চকরিয়া পৌরসভায় এ ঘটনা ঘটে।

খবর আজকের পত্রিকার।

মামলায় আরও ২-৩ জনকে অজ্ঞাতপরিচয় অভিযুক্ত করা হয়েছে। গত শুক্রবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর বাবা আব্দুল হামিদ বাদী হয়ে মামলাটি করেন। তিনি চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদ্রাসা গ্রামের বাসিন্দা এবং একুশে সংবাদ পত্রিকার চকরিয়া প্রতিনিধি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তুহি হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বাদী হয়ে শুক্রবার রাতে ৫ জনের নামে মামলা করেছেন। মামলার প্রধান অভিযুক্ত মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলার এজাহারভুক্ত অভিযুক্তরা হলেন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজমুল্লাহপাড়ার আবুল হাশেমের ছেলে শওকত হাসান মেহেদী (২২), তাঁর মা মমতাজ (৪২), বাবা আবুল হাশেম, মেয়ে সুমাইয়া আক্তার (২০) এবং একই এলাকার আব্দুল হাকিম (৫৫)।

পুলিশ জানিয়েছে, ঘটনার ৮ ঘণ্টা পর বান্দরবানের লামা উপজেলা থেকে মামলার ১ নম্বর অভিযুক্ত শওকত হাসান মেহেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে