
প্রতিবেদক, বিডিজেন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কর্মী নিয়োগ নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। সৌদি আরব ও বাংলাদেশের দীর্ঘ ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হলো। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ বাড়বে।
আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে রেমিট্যান্সের সর্বোত্তম ব্যবহার বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। জুলাই গণঅভ্যুত্থানের বিজয় অর্জনে প্রবাসীদের সমর্থন এবং তাদের ত্যাগ অতুলনীয়। তাদের কল্যাণে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, সরকার এই প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ভোটাধিকার চালু করেছে। এর ফলে তারা প্রবাসে বসেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ ছাড়া মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের জন্য মাল্টিভিসার ব্যবস্থা করা হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, ডিজিটাইজ পদ্ধতিতে কর্মী প্রেরণ আমরা শুরু করেছি। দক্ষতার ভিত্তিতে শ্রমিক পাঠানোর উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা জর্ডানে বিনা ফিতে ও জরিমানা ছাড়া নারী শ্রমিকদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, ইফাদ এরর কান্ট্রি ডিরেক্টর ড. আইআর ভ্যালেন্টাইন আচাঞ্চ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কর্মী নিয়োগ নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। সৌদি আরব ও বাংলাদেশের দীর্ঘ ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হলো। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ বাড়বে।
আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে রেমিট্যান্সের সর্বোত্তম ব্যবহার বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। জুলাই গণঅভ্যুত্থানের বিজয় অর্জনে প্রবাসীদের সমর্থন এবং তাদের ত্যাগ অতুলনীয়। তাদের কল্যাণে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, সরকার এই প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ভোটাধিকার চালু করেছে। এর ফলে তারা প্রবাসে বসেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ ছাড়া মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের জন্য মাল্টিভিসার ব্যবস্থা করা হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, ডিজিটাইজ পদ্ধতিতে কর্মী প্রেরণ আমরা শুরু করেছি। দক্ষতার ভিত্তিতে শ্রমিক পাঠানোর উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা জর্ডানে বিনা ফিতে ও জরিমানা ছাড়া নারী শ্রমিকদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, ইফাদ এরর কান্ট্রি ডিরেক্টর ড. আইআর ভ্যালেন্টাইন আচাঞ্চ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ এবং ইমরুল কায়েস আপন।
মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।