logo
খবর

আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই: মির্জা ফখরুল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ আগস্ট ২০২৫
Copied!
আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই: মির্জা ফখরুল
২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবীন্দ্র সরণি, উত্তরা, ঢাকা। ১ আগস্ট ২০২৫। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা চায়’ মন্তব্য করে বলেছেন, ‘ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।...এই নির্বাচনটা আমরা চাই। দেশের মানুষ চায়।’

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানী ঢাকার উত্তরায় রবীন্দ্র সরণিতে আয়োজিত এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ সমাবেশের আয়োজন করে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখা।

নির্বাচন কেন দরকার, তার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এখন আমার কোনো সমস্যা হলে, আমার তো যাওয়ারই জায়গা নেই। কার কাছে যাব, কোনো এমপি নেই তো। আছে? আমার কথা কে সংসদে বলবে, লোক নাই। কে সংসদে আমার দাবি নিয়ে কথা বলবে, লোক নাই। এ জন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার, দ্রুত সংসদ দরকার, যে সংসদে আমরা আমাদের কথা বলতে পারব।’

বিএনপির মহাসচিব ‘ভয়ংকর একটা স্বৈরাচার’ থেকে আপাতত মুক্ত হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘এ মুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন তাদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা যাবে। যারা চাঁদাবাজি করে, ব্যাংক লুট করে নিয়ে যায়, তাদের ব্যাপারে আমাদের কোনো আপস থাকবে না। তাদের কোনোমতেই সামনে আসতে দেওয়া যাবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে, অন্য দল আসবে, আমাদের লুট করবে, সেটা আমরা আর হতে দিতে চাই না। আমরা বলেছি, গণতন্ত্র চাই। গণতন্ত্র কী, সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশ করবে। তারা ভোট দেবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সেই প্রতিনিধিরা দেশ চালাবে। হাসিনার মতো দিনের ভোট রাতে করা, ডামি ভোট করা, তাঁর ইচ্ছেমতো এমপি তৈরি করা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া, ব্যাংকগুলোকে লুট করে ফেলা, এই কাজগুলো আর হবে না, এ জিনিসটা আমরা দেখতে চাই না।’

যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক কমার বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ভালো একটা খবর আছে, যুক্তরাষ্ট্র আমাদের ওপর ট্যারিফ আরোপ করেছিল। ৩৫ শতাংশ করেছিল, অন্তর্বর্তী সরকার, উপদেষ্টারা সেটাকে কমিয়ে ২০ শতাংশে নিয়ে এসেছেন। সে জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই।

সমাবেশে জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ জাফরের মা বক্তব্য দেন। সমাবেশে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘৫ আগস্টের পর যে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছি, এ দেশের মানুষ সমর্থন দিয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের ভেতরে কিছু নতুন দল, আলবদর বাহিনী ঢুকে আবার ফ্যাসিবাদকে উসকে দেওয়ার চেষ্টা করছে। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, দেশ সেইভাবে চলবে।’

আরও দেখুন

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।

১ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

২ ঘণ্টা আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

২ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

১ দিন আগে