logo
খবর

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই তরুণের মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ মার্চ ২০২৫
Copied!
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই তরুণের মৃত্যু
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে নিহত মাদারীপুরের রাজৈরের সুমন হাওলাদার (বাঁয়ে) ও নাসির মাতুব্বর। ছবি: প্রথম আলো

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে মাদারীপুরের রাজৈরের দুই তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৪ মার্চ লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়। তবে দুই তরুণের পরিবার মৃত্যুর খবরটি পেয়েছে রোববার (৯ মার্চ) রাতে। ওই দুই তরুণ হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চরমস্তফাপুর গ্রামের আবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২২) ও একই উপজেলার শাখারপাড়ের সিদ্দিক মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বর (৩০)।

খবর প্রথম আলোর।

স্বজনদের সূত্রে জানা যায়, ভাগ্যের চাকা পরিবর্তনের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হন চরমস্তফাপুর গ্রামের সুমন হাওলাদার ও শাখারপাড় গ্রামের নাসির। প্রথমে ঢাকা থেকে দুবাই হয়ে তাদের লিবিয়া নিয়ে যায় দালাল চক্র। লিবিয়া পৌঁছে ৪ মার্চ ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেন ওই দুই তরুণসহ ১০ যুবক। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন থেকে বাঁচতে অভিবাসনপ্রত্যাশী অনেকেই সাগরে ঝাঁপ দেন। এ সময় সাগরে নিখোঁজ হন সুমন ও নাসির। রোববার রাতে ইতালি ও লিবিয়ায় বসবাসরত স্বজন ও দালালদের মাধ্যমে সুমন ও নাসিরের মৃত্যুর খবর পায় তাদের পরিবার।

সুমনের বাবা আবু হাওলাদার বলেন, ‘সাত দিন ধরে আমার ছেলের কোনো খবর নেই। গতকাল (রোববার) রাতে লিবিয়া থেকে এক দালাল জানিয়েছে যে আমার ছেলে আর নেই। আমরা যে দালাল ধরেছি, সেই দালালের সঙ্গেও কোনো যোগাযোগ নেই। তিনি ফোন ধরেন না। জায়গাজমি বেঁচে ধারদেনা করে ছেলেডারে ইতালি পাঠাইতে গিয়ে সব শেষ হয়ে গেল।’

স্বজনেরা জানান, মানব পাচার চক্রের সদস্য রাজৈরের শাখারপাড়ের আলী মোল্লার ছেলে আরিফ মোল্লা ও নওগাঁ জেলার দিপু নামের এক দালাল ইতালি নেওয়ার কথা বলে সুমন ও নাসিরের পরিবারের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা নেয়। এ বিষয়ে আরিফ মোল্লার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ। তবে আরিফের এক নিকটাত্মীয় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, ‘আরিফ এই পর্যন্ত যাদের ইতালি নিছে, কেউ বিপদে পড়েনি। এই প্রথম দুজন নিখোঁজ হলো। শুনেছি, তারা মারা গেছেন।’

অভিযুক্ত আরিফ মোল্লার খালু ও প্রতিবেশী মো. রাশেদ হাওলাদার জানান, আরিফ বর্তমানে লিবিয়ায় আছেন। তাঁর বাবা আলী মোল্লা এ পর্যন্ত ২০ থেকে ২৫ জনকে ইতালি নিয়েছেন। কেউ কোনো অভিযোগ করেননি। আরিফ কিংবা তাঁর বাবা জোর করে কারও কাছ থেকে পাসপোর্ট আর টাকা চান না। বাড়িতে এসে কান্নাকাটি করে মানুষ পাসপোর্ট ও টাকা দিয়ে যান। এ ঘটনায় আরিফ কিংবা তাঁর বাবার কোনো দোষ নেই।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সুজন ভৌমিক জানান, এলাকার মাফিয়া ও দালালেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেও মূল হোতারা থাকেন লিবিয়া, ইতালিসহ অন্য জায়গায়। তারা কখনোই গ্রেপ্তার হন না। এ জন্যই এই অপরাধের প্রবণতা কমছে না। মূল হোতাদের আইনের আওতায় আনা হলে মানবপাচার জেলা থেকে কমে যাবে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, দুই তরুণের মৃত্যুর বিষয়ে পুলিশের কাছে তথ্য এসেছে। এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবার দালালদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছর অবৈধভাবে ইতালি যাওয়ার পথে মাদারীপুর জেলার অন্তত ১৬ জন মারা গেছেন। এর মধ্যে গত ২৪ জানুয়ারি মৃত্যু হয় রাজৈর উপজেলার ১০ ও সদর উপজেলার ১ তরুণের।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

৪১ মিনিট আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

১ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

১ দিন আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে