logo
খবর

সুনামগঞ্জে বিএনপির ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণা, দুই উপজেলায় হাতাহাতি-বিক্ষোভ নি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
সুনামগঞ্জে বিএনপির ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণা, দুই উপজেলায় হাতাহাতি-বিক্ষোভ নি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর দলের দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। গতকাল সোমবার রাত ১১টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে। ছবি: প্রথম আলো

সুনামগঞ্জে বিএনপির ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এসব কমিটি ঘোষণার পর জেলার জগন্নাথপুর উপজেলায় দলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া, দিরাই উপজেলায় কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতা–কর্মীরা।

খবর প্রথম আলোর।

সংগঠন সূত্রে জানা গেছে, গতকাল দুজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে দিনভর সুনামগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় বৈঠক করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা। পরে রাতে ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি কমিটিতে একজন আহ্বায়ক ও চারজন করে যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করা হয়েছে। অন্য কোনো পদ বা সদস্যদের নাম ঘোষণা করা হয়নি।

১৬ ইউনিটের আংশিক কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন।

কমিটি ঘোষণার পর রাত ১১টার দিকে জগন্নাথপুর উপজেলায় সংগঠনের এক পক্ষ আনন্দ মিছিল বের করে। পরে জগন্নাথপুর পৌর পয়েন্টে দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে প্রথম কথা–কাটাকাটি এবং পরে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একই সময় দিরাই উপজেলা শহরে ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেন একাংশের নেতা–কর্মীরা।

ঘোষিত কমিটির মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় আহ্বায়ক হিসেবে আছেন ফারুক আহমদ (লিলু), সুনামগঞ্জ পৌরসভায় সাইফুল্লাহ হাসান (জুনেদ), বিশ্বম্ভরপুর উপজেলায় রাজু আহমেদ, জামালগঞ্জ উপজেলায় শফিকুর রহমান, তাহিরপুর উপজেলায় বাদল মিয়া, মধ্যনগর উপজেলায় আবে হায়াত, ধর্মপাশা উপজেলায় লিয়াকত আলী, শান্তিগঞ্জ উপজেলায় জালাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলায় আবু হুরায়রা ছাদ, জগন্নাথপুর পৌরসভায় সালাউদ্দিন মিঠু, ছাতক উপজেলায় ফরিদ উদ্দিন আহমদ, ছাতক পৌরসভায় শামছুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলায় আলতাফুর রহমান (খসরু), দিরাই উপজেলায় আমির হোসেন, দিরাই পৌরসভায় মিজানুর রহমান এবং শাল্লা উপজেলায় আহ্বায়ক সিরাজুল ইসলাম।

গত বছরের ৪ নভেম্বর জেলা বিএনপির কমিটি ভেঙে কলিম উদ্দিন আহমদকে আহ্বায়ক করে ৩২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে কমিটিতে দলের নেতা আবদুল হকসহ (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) আরও পাঁচজনকে যুক্ত করা হয়। আহ্বায়ক কমিটি প্রথম বৈঠকে জেলার ১৬টি ইউনিট কমিটি ভেঙে দেয়। পরে এসব কমিটির আহ্বায়ক পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। এতে প্রায় ৪০০ জীবনবৃত্তান্ত জমা পড়ে। জেলা কমিটির নেতারা বৈঠক করে এসব জীবনবৃন্তান্ত যাচাই-বাছাই করেন। ১৬ ফেব্রুয়ারি এসব কমিটি ঘোষণার কথা থাকলেও জেলা কমিটির নেতারা কিছু নাম নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় ওই দিন কমিটি ঘোষণা করা হয়নি।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

৪২ মিনিট আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

১ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

১ দিন আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে