logo
খবর

কবিতা: সুইসাইড নোট

শরীফুল আলম
শরীফুল আলম১৫ জুলাই ২০২৫
Copied!
কবিতা: সুইসাইড নোট

একটি শান্ত আকাশে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে মিসাইল

বোমারু বিমান, ব্যাংকার ব্লাস্টার, ক্ষেপণাস্ত্র,

একদিকে মারাঠা অন্যদিকে বর্গী

নগর সভ্যতা কালো ধোয়ায় আজ আচ্ছাদিত

বিত্তান্ত বড়ই বিসৃত।

পুরো অক্ষাংশজুড়ে আজ দামামা বাজছে

শব্দ সৈকতে শিলাবৃষ্টি

তাম্রলিপিতে লেখা হবে তোমাদের নাম, তোমাদের কৃত্তি।

একদিকে হরিতকী অন্যদিকে জলপাই

নষ্ট প্রাসাদে আজ ভোরের সারস

ভূমধ্যসাগরে আজ নয়ন জুড়ানো তারার মেলা

বিকল্প মঞ্চে অভিষেক কার হবে আজ?

রাখাল বালক কিম্বা নরক বাহিত প্রশ্ন

একটি নতুন ভোরের দেখা হবে

পৃথিবী যেখানে আজ পথ আর আঁধারের মুখোমুখি।

মধ্যপ্রাচ্যে এখন সূর্য ঢলে পড়ছে,

মেসোপটেমিয়ার আকাশে রাষ্ট্রপ্রধান যুদ্ধ বাঁধায়

ধ্বংস করে নগরী, ধ্বংস করে সভ্যতা

ধ্বংসাবশেষ পড়ে থাকে ধ্বংসের পরে

তোমরা যাকে বল দক্ষ ধ্বংস

সাইরেন, অ্যাম্বুলেন্সের দিগ্বিদিক ছুটাছুটি।

একদিন কলকারখানায় তৈরি হবে মানুষের কৃত্রিম অঙ্গ

মানচিত্র বদলে হবে লাল, নীল, বেগুনী,

কবে মিসাইলের বদলে উড়ে যাবে একখণ্ড মেঘ

স্বাভাবিক নিয়মে,

গোলাবারুদ নয়, ছুঁড়ে দেব নিজের প্রাণ

রক্ষা করব আমাদের আরব সংস্কৃতি।

রসালো রুটিতে আজ ড্রোন মারে সাম্রাজ্যবাদ

রাডারে অনুজীবী

একের পর এক ভিসাহীন নীল ট্যাংক আরব জাহানে,

লড়াই করছে কমরেড একাই

স্বজাতির প্রতি আরও চাই ঘৃণা

কমরেড, লাল সালাম তোমাকে।

আমি চাই না আর কোনো শান্তিচুক্তি কিম্বা ভেটো

আমি চাই না আর ফিরে যেতে পাহাড়ে

বিপক্ষের অজস্র কার্তুজ বুক ঝাঁঝরা করে তা করুক আমাকে।

শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

[email protected]

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে