
শরীফুল আলম

একটি শান্ত আকাশে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে মিসাইল
বোমারু বিমান, ব্যাংকার ব্লাস্টার, ক্ষেপণাস্ত্র,
একদিকে মারাঠা অন্যদিকে বর্গী
নগর সভ্যতা কালো ধোয়ায় আজ আচ্ছাদিত
বিত্তান্ত বড়ই বিসৃত।
পুরো অক্ষাংশজুড়ে আজ দামামা বাজছে
শব্দ সৈকতে শিলাবৃষ্টি
তাম্রলিপিতে লেখা হবে তোমাদের নাম, তোমাদের কৃত্তি।
একদিকে হরিতকী অন্যদিকে জলপাই
নষ্ট প্রাসাদে আজ ভোরের সারস
ভূমধ্যসাগরে আজ নয়ন জুড়ানো তারার মেলা
বিকল্প মঞ্চে অভিষেক কার হবে আজ?
রাখাল বালক কিম্বা নরক বাহিত প্রশ্ন
একটি নতুন ভোরের দেখা হবে
পৃথিবী যেখানে আজ পথ আর আঁধারের মুখোমুখি।
মধ্যপ্রাচ্যে এখন সূর্য ঢলে পড়ছে,
মেসোপটেমিয়ার আকাশে রাষ্ট্রপ্রধান যুদ্ধ বাঁধায়
ধ্বংস করে নগরী, ধ্বংস করে সভ্যতা
ধ্বংসাবশেষ পড়ে থাকে ধ্বংসের পরে
তোমরা যাকে বল দক্ষ ধ্বংস
সাইরেন, অ্যাম্বুলেন্সের দিগ্বিদিক ছুটাছুটি।
একদিন কলকারখানায় তৈরি হবে মানুষের কৃত্রিম অঙ্গ
মানচিত্র বদলে হবে লাল, নীল, বেগুনী,
কবে মিসাইলের বদলে উড়ে যাবে একখণ্ড মেঘ
স্বাভাবিক নিয়মে,
গোলাবারুদ নয়, ছুঁড়ে দেব নিজের প্রাণ
রক্ষা করব আমাদের আরব সংস্কৃতি।
রসালো রুটিতে আজ ড্রোন মারে সাম্রাজ্যবাদ
রাডারে অনুজীবী
একের পর এক ভিসাহীন নীল ট্যাংক আরব জাহানে,
লড়াই করছে কমরেড একাই
স্বজাতির প্রতি আরও চাই ঘৃণা
কমরেড, লাল সালাম তোমাকে।
আমি চাই না আর কোনো শান্তিচুক্তি কিম্বা ভেটো
আমি চাই না আর ফিরে যেতে পাহাড়ে
বিপক্ষের অজস্র কার্তুজ বুক ঝাঁঝরা করে তা করুক আমাকে।
শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

একটি শান্ত আকাশে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে মিসাইল
বোমারু বিমান, ব্যাংকার ব্লাস্টার, ক্ষেপণাস্ত্র,
একদিকে মারাঠা অন্যদিকে বর্গী
নগর সভ্যতা কালো ধোয়ায় আজ আচ্ছাদিত
বিত্তান্ত বড়ই বিসৃত।
পুরো অক্ষাংশজুড়ে আজ দামামা বাজছে
শব্দ সৈকতে শিলাবৃষ্টি
তাম্রলিপিতে লেখা হবে তোমাদের নাম, তোমাদের কৃত্তি।
একদিকে হরিতকী অন্যদিকে জলপাই
নষ্ট প্রাসাদে আজ ভোরের সারস
ভূমধ্যসাগরে আজ নয়ন জুড়ানো তারার মেলা
বিকল্প মঞ্চে অভিষেক কার হবে আজ?
রাখাল বালক কিম্বা নরক বাহিত প্রশ্ন
একটি নতুন ভোরের দেখা হবে
পৃথিবী যেখানে আজ পথ আর আঁধারের মুখোমুখি।
মধ্যপ্রাচ্যে এখন সূর্য ঢলে পড়ছে,
মেসোপটেমিয়ার আকাশে রাষ্ট্রপ্রধান যুদ্ধ বাঁধায়
ধ্বংস করে নগরী, ধ্বংস করে সভ্যতা
ধ্বংসাবশেষ পড়ে থাকে ধ্বংসের পরে
তোমরা যাকে বল দক্ষ ধ্বংস
সাইরেন, অ্যাম্বুলেন্সের দিগ্বিদিক ছুটাছুটি।
একদিন কলকারখানায় তৈরি হবে মানুষের কৃত্রিম অঙ্গ
মানচিত্র বদলে হবে লাল, নীল, বেগুনী,
কবে মিসাইলের বদলে উড়ে যাবে একখণ্ড মেঘ
স্বাভাবিক নিয়মে,
গোলাবারুদ নয়, ছুঁড়ে দেব নিজের প্রাণ
রক্ষা করব আমাদের আরব সংস্কৃতি।
রসালো রুটিতে আজ ড্রোন মারে সাম্রাজ্যবাদ
রাডারে অনুজীবী
একের পর এক ভিসাহীন নীল ট্যাংক আরব জাহানে,
লড়াই করছে কমরেড একাই
স্বজাতির প্রতি আরও চাই ঘৃণা
কমরেড, লাল সালাম তোমাকে।
আমি চাই না আর কোনো শান্তিচুক্তি কিম্বা ভেটো
আমি চাই না আর ফিরে যেতে পাহাড়ে
বিপক্ষের অজস্র কার্তুজ বুক ঝাঁঝরা করে তা করুক আমাকে।
শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।
শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।