
প্রতিবেদক, বিডিজেন

গত বছরের নভেম্বরে চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন করতে পারেননি অভিনেত্রী মেহজাবীন। এরপর গত সপ্তাহে টাঙ্গাইলে শোরুম উদ্বোধন করতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। উদ্বোধনী অনুষ্ঠানে যেতে না পেরে শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরীমণি। এবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় রেস্তোরাঁ উদ্বোধনে যেতে পারলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস।

কামরাঙ্গীরচরের সেই রেস্তোরাঁ কর্তৃপক্ষ ফেসবুকে প্রচারণা চালিয়েছিল। রেস্তোরাঁ উদ্বোধনে আসছেন অপু বিশ্বাস, এমন খবর ছড়িয়ে পড়ার পর সেখানকার স্থানীয় কিছু মানুষ ফেসবুকে লেখালেখি ও প্রতিবাদ জানান। বিষয়টি রেস্তোরাঁ স্বত্বাধিকারীদের হয়ে কামরাঙ্গীরচর থানা পর্যন্ত গড়ায়। এরপর চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দিয়ে উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে আসেন রেস্তোরাঁ–সংশ্লিষ্টরা।

জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টায় ঢাকার কামরাঙ্গীরচরের ‘সোনার থালা’ নামের একটি রেস্তোরাঁ উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের।
এ বিষয়ে অপু বিশ্বাস এখনো কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন

গত বছরের নভেম্বরে চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন করতে পারেননি অভিনেত্রী মেহজাবীন। এরপর গত সপ্তাহে টাঙ্গাইলে শোরুম উদ্বোধন করতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। উদ্বোধনী অনুষ্ঠানে যেতে না পেরে শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরীমণি। এবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় রেস্তোরাঁ উদ্বোধনে যেতে পারলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস।

কামরাঙ্গীরচরের সেই রেস্তোরাঁ কর্তৃপক্ষ ফেসবুকে প্রচারণা চালিয়েছিল। রেস্তোরাঁ উদ্বোধনে আসছেন অপু বিশ্বাস, এমন খবর ছড়িয়ে পড়ার পর সেখানকার স্থানীয় কিছু মানুষ ফেসবুকে লেখালেখি ও প্রতিবাদ জানান। বিষয়টি রেস্তোরাঁ স্বত্বাধিকারীদের হয়ে কামরাঙ্গীরচর থানা পর্যন্ত গড়ায়। এরপর চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দিয়ে উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে আসেন রেস্তোরাঁ–সংশ্লিষ্টরা।

জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টায় ঢাকার কামরাঙ্গীরচরের ‘সোনার থালা’ নামের একটি রেস্তোরাঁ উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের।
এ বিষয়ে অপু বিশ্বাস এখনো কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন
বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।
শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।