
প্রতিবেদক, বিডিজেন

ঢাকায় ভিসা আবেদন গ্রহণের সময়সূচি ঘোষণা করেছে তুরস্ক দূতাবাস।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার ভিসা আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের বাইরে ভিসা আবেদন গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের সময়সূচি মেনে দূতাবাসে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকায় ভিসা আবেদন গ্রহণের সময়সূচি ঘোষণা করেছে তুরস্ক দূতাবাস।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার ভিসা আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের বাইরে ভিসা আবেদন গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের সময়সূচি মেনে দূতাবাসে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ এবং ইমরুল কায়েস আপন।
মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।