logo
খবর

সপ্তাহের শেষ দিনে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

প্রতিবেদক, বিডিজেন১৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
সপ্তাহের শেষ দিনে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
প্রতীকী ছবি: সংগৃহীত

সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেন বেড়েছে দেশের দুই শেয়ার বাজারে। ডিএসইএক্স সূচক বেড়েছে ১১ পয়েন্ট। সেই সঙ্গে দর হারিয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম শেয়ারবাজারে সার্বিক সূচক বেড়েছে ৪৭ পয়েন্টের বেশি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ইতিবাচক অবস্থানে থেকেই লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। প্রথম ৫ মিনিটে সূচক বাড়ে ১০ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিনশেষে ডিএসইর সূচক ১১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে।

সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ৪০১ কোটি ৭৭ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১০ কোটি ৬২ লাখ টাকা।

হাতবদলে অংশ নেওয়া ৪০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ারদর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম টেলিকম খাতের রবি, দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তৃতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাংক।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম সিলভা ফার্মাসিউটিক্যাল, দ্বিতীয় মিডল্যান্ড ব্যাংক, তৃতীয় অবস্থানে বারাকা পাওয়ার। 

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৪৭ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৫২৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে