
প্রতিবেদক, বিডিজেন

প্রবাসী ভোটারদের জন্য জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনাসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “এটাকে আমরা অনলাইনে নিয়ে গিয়েছি। সেই অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে ট্রায়াল রানে আছে। আশা করছি ১৬ নভেম্বর থেকে এই অ্যাপ্লিকেশনটা সবার ব্যবহারের জন্য লঞ্চ করে দেব।”
তিনি জানান, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩৫ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
ইসি সানাউল্লাহ বলেন, “আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি প্রবাস থেকে ভোট সংগ্রহের জন্য ব্যালটটা বাংলাদেশে ব্যবহৃত ব্যালটের চেয়ে ডিফারেন্ট হবে। বাংলাদেশের সরাসরি ভোটের যে ইনপার্সন ভোটিংয়ের যে ব্যালট, তার চেয়ে ডিফারেন্ট হবে। এই ব্যালটে সব প্রতীক ছাপানো থাকবে।”

প্রবাসী ভোটারদের জন্য জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনাসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “এটাকে আমরা অনলাইনে নিয়ে গিয়েছি। সেই অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে ট্রায়াল রানে আছে। আশা করছি ১৬ নভেম্বর থেকে এই অ্যাপ্লিকেশনটা সবার ব্যবহারের জন্য লঞ্চ করে দেব।”
তিনি জানান, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩৫ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
ইসি সানাউল্লাহ বলেন, “আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি প্রবাস থেকে ভোট সংগ্রহের জন্য ব্যালটটা বাংলাদেশে ব্যবহৃত ব্যালটের চেয়ে ডিফারেন্ট হবে। বাংলাদেশের সরাসরি ভোটের যে ইনপার্সন ভোটিংয়ের যে ব্যালট, তার চেয়ে ডিফারেন্ট হবে। এই ব্যালটে সব প্রতীক ছাপানো থাকবে।”
আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।