logo
খবর

কিছুদিন দাগির ভেতর বসবাস করতে চাই: তমা মির্জা

প্রতিবেদক, বিডিজেন০৬ এপ্রিল ২০২৫
Copied!
কিছুদিন দাগির ভেতর বসবাস করতে চাই: তমা মির্জা
তমা মির্জা। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারে সুসময় পার করছেন তমা মির্জা। 'দাগি' মুক্তির পর ছুটছেন হল থেকে হলে। যেখানেই যাচ্ছেন দর্শকদের প্রশংসা পাচ্ছেন। প্রশংসা যেমন পাচ্ছেন, দাগি সিনেমার জন্যও সবার কাছ থেকে দারুণ ভালোবাসাও পাচ্ছেন। ঈদের দিন মুক্তি পেয়েছে দাগি। আজ রোববার (৬ এপ্রিল) পর্যন্ত সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে।

তমা মির্জা বলেন, দাগি সিনেমা খুব ভালো যাচ্ছে। দর্শকরা গ্রহণ করেছেন। তাদের ভালোবাসাটাই বড় কিছু। এখন পর্যন্ত খুবই ভালো যাচ্ছে। রোববার পর্যন্ত হাউসফুল যাবে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ৪ থেকে ৫টি হলে গিয়েছি। আমি ও নিশো ভাই একসঙ্গে গিয়েছি। যেসব হলে হলে গিয়েছি, দর্শকদের কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। দর্শকেরা বারবার করে বলেছেন দাগি সিনেমা খুবই ভালো হয়েছে। সবাই অনেক পছন্দ করেছেন।

এক প্রশ্নের জবাবে তমা মির্জা বলেন, দাগি সিনেমায় আমার চরিত্রের নাম জেরিন। নিশো ভাইয়ার চরিত্রের নাম নিশান। দর্শকরা নিশান-জেরিন বলে চিৎকার করেছেন। এই চিৎকার আনন্দের।

‘দাগি’ সিনেমায় জুটি বেঁধেছেন তমা মির্জা ও আফরান নিশো। ফেসবুক থেকে
‘দাগি’ সিনেমায় জুটি বেঁধেছেন তমা মির্জা ও আফরান নিশো। ফেসবুক থেকে

দাগি কি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা, জানতে চাইলে তমা মির্জা বলেন, আমরা সবসময় বলে আসছি, দাগি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। মুক্তির পর সেটি আরও ভালোভাবে প্রমাণিত হলো। কেননা, পরিবার নিয়ে অনেক দর্শকেরা দাগি দেখছেন। তরুণেরা যেমন দেখছেন, বয়স্করাও দেখছেন। এসব অবশ্যই ভালো লাগছে।

'মুক্তির পর হলে গিয়ে দুবার দাগি দেখেছি। হলে বসে দর্শকদের উচ্ছ্বাস দেখে ভালো লেগেছে। আমার নিজের কাছেও দাগি খুব ভালো লেগেছে', যোগ করেন তিনি।

তমা মির্জা দাগি সিনেমায় তার অভিনয় প্রসঙ্গে বলেন, পরিচালক শিহাব শাহীন বলেছেন এটা আমার ক্যারিয়ারের বেস্ট অভিনয়। অভিনয়শিল্পী মনিরা মিঠু আপা বলেছেন এটা আমার সেরা অভিনয়। আরও অনেকেই বলেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।

কথায় কথায় তমা মির্জা বলেন, দাগি সিনেমার গান, গল্প, নিখুঁত পরিচালনাসহ সব দর্শকেরা যেভাবে গ্রহণ করেছেন, সেখানেই আমাদের সার্থকতা। আমরা সার্থক। পরিশ্রম কাজ দিয়েছে।

তমা মির্জা। ফেসবুক থেকে
তমা মির্জা। ফেসবুক থেকে

আফরান নিশো ও তমা মির্জা জুটি বিষয়ে আপনার বক্তব্য কী, প্রশ্নের জবাবে তিনি বলেন, হলে গিয়ে দেখেছি অনেকের মুখে মুখে নিশান-জেরিন। এটা খুব ভালো লেগেছে। আমাদের জুটিটা দর্শকেরা গ্রহণ করেছেন। জুটি হিসেবে সবার পছন্দ হয়েছে। সবাই বলছেন সুড়ঙ্গের পর দাগি সিনেমায় আমাদের জুটি অনেক ভালো করেছে।

এখনকার স্বপ্ন কী, জানতে চাইলে তমা মির্জা বলেন, চরিত্র ও গল্পটাকে প্রাধান্য দেব। যেন সবাই বলে একটি সিনেমার থেকে অপরটি ভিন্ন। অনেক দিন যেন সবার মনে গেঁথে থাকে চরিত্রটি। আগামীতে আরও ব্যতিক্রমী কিছু করতে চাই।

দাগি সিনেমার জেরিন চরিত্র নিয়ে তিনি বলেন, এমন চরিত্র পাওয়া ভাগ্য। অনেক শিল্পী এমন চরিত্র পায় না। জেরিন চরিত্রের জন্য সবার ভালোবাসা পাচ্ছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি।

এখনকার ভাবনা কী, প্রশ্নের জবাবে তিনি বলেন, দাগি নিয়েই এখনকার সব ভাবনা। কিছুদিন দাগির ভেতর বসবাস করতে চাই।

আরও দেখুন

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।

১১ মিনিট আগে

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।

১ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

২ ঘণ্টা আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

২ ঘণ্টা আগে