logo
খবর

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে ‘ডিজিটাল হ-য-ব-র-ল’!

এশিয়ান কাপ বাছাই

প্রতিবেদক, বিডিজেন২৭ মে ২০২৫
Copied!
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে ‘ডিজিটাল হ-য-ব-র-ল’!
সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে ডিজিটালি লেজেগোবরে বাফুফে

ফুটবলপ্রেমীদের দৃষ্টি এই মুহূর্তে ১০ জুন তারিখটার দিকে। ওই দিন, ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। দীর্ঘ দিন পর ঘরের মাঠের এই ম্যাচ সামনে রেখে ফুটবলপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। এমনিতে ঢাকা স্টেডিয়ামে দীর্ঘ দিন পর বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচ, এর ওপর এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। একই সঙ্গে এ ম্যাচেই অভিষিক্ত হওয়ার কথা আরেক প্রবাসী তারকা শমিত সোমের। সব মিলিয়ে এ ম্যাচ সামনে রেখে যেন তর সইছে না ফুটবলপ্রেমীদের।

কিন্তু এই উৎসাহে শুরুতেই ধাক্কা লেগেছে ম্যাচের টিকিট সংগ্রহ করতে গিয়ে। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনলাইনে টিকিট বিক্রি শুরু করলেও সাইবার আক্রমণের মতো ঘটনায় টিকিট বিক্রি শুরুতেই থমকে গেছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সেই প্রতিষ্ঠান টিকিট বিক্রির ব্যবস্থাপনায় শুরুতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

টিকিট বিক্রির ব্যবস্থাপনা মসৃণ করার উদ্দেশেই অনলাইনে সব টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ লক্ষ্যে গত ২৪ মে থেকে সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরুও করা হয়েছিল। কিন্তু শুরুতেই বেসরকারি প্রতিষ্ঠানটির টিকিট বিক্রির ওয়েবসাইটটি সাইবার অপরাধীরা দখলে নিয়ে নেয়। ম্যাচটি ঘিরে যে বিপুল উৎসাহ-উদ্দীপনা, সে অনুযায়ী লাখ খানেক ফুটবলপ্রেমী টিকিট কিনতে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করে। কিন্তু দেখা যায়, সাইবার অপরাধীরা ওয়েবসাইটটির যাবতীয় টিকিট দখলে নিয়ে বসে আছে। যদিও সেদিন ২১ হাজার টিকিটের মধ্যে সাড়ে ৩ হাজার টিকিট বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে।

সাইবার আক্রমণের ঘটনার পর টিকিট বিক্রি ২ দিন বন্ধ রাখা হয়। ২৬ মে রাতে আবারও সীমিত পরিসরে টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও ফুটবলপ্রেমীদের হতাশই হতে হচ্ছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওয়েবসাইটে লগ ইন করলে ‘অপেক্ষা করুন’ জাতীয় বার্তা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ব্যাপারটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ফুটবলপ্রেমীরা। সবার কথা, ডিজিটাল ব্যবস্থা প্রবর্তন করতে গিয়ে লেজেগোবরে করে ফেলেছে বাফুফে। অনেকেই বলছেন, এর চেয়ে ব্যাংকে ম্যাচের টিকিট বিক্রি করা উচিত ছিল বাফুফের।

গত ২৫ মার্চ মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে দিয়ে এশিয়ানকাপ বাছাইয়ের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শেফিল্ড ইউনাইটেড তারকা হামজার। গোলশূন্য ড্র হলেও, সহজ সুযোগ নষ্টের কারণে সে ম্যাচে ভারতের মাটিতে ভারতকে হারানোর বড় সুযোগই সে ম্যাচে হাতছাড়া হয়েছে বলে বিশ্বাস ফুটবলপ্রেমীদের। হামজা চৌধুরীর কারণেই দেশের ফুটবল নিয়ে সবার আগ্রহ ঊর্ধ্বমুখী। একই সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচে দলের পারফরম্যান্স আর সিঙ্গাপুরের বিপক্ষে হামজার দেশের মাটিতে অভিষেক লগ্ন উৎসাহের মাত্রা দ্বিগুণ করেছে। কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে ২টি ম্যাচে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার শমিত সোমের সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সম্ভাবনায় উৎসাহ-উদ্দীপনা রীতিমতো আকাশই ছুঁয়েছে। কিন্তু টিকিট বিক্রি নিয়ে অব্যবস্থাপনা সবাইকে হতাশই করছে।

দ্বিতীয় দফায় টিকিট বিক্রি থমকে যাওয়ায় বাফুফের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

আরও দেখুন

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।

২৩ মিনিট আগে

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।

১ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

২ ঘণ্টা আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

২ ঘণ্টা আগে