logo
খবর

বিদেশফেরত যাত্রীরা শুল্কমুক্ত সোনা বছরে একবারই আনতে পারবেন

প্রতিবেদক, বিডিজেন০৪ জুন ২০২৫
Copied!
বিদেশফেরত যাত্রীরা শুল্কমুক্ত সোনা বছরে একবারই আনতে পারবেন
সোনা কিনলে লাভ পেতে পারেন।

বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এত দিন বিনা শুল্কে বছরে একাধিকবার সোনা আনার সুযোগ থাকলেও সেটি সীমিত করা হয়েছে। বছরে মাত্র একবার এই সুযোগ পাওয়া যাবে। একইসঙ্গে ১০ হাজার ডলারের বেশি বহন করলে তা নির্ধারিত ফরমে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বাজেট ঘোষণার পর গতকাল মঙ্গলবার (৩ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা জারি করেছে। নতুন বিধিমালা অনুসারে, বছরে একবার বিনা শুল্কে ১০০ গ্রাম সোনার গয়না এবং শুল্ক দিয়ে ১১৭ গ্রাম (১০ ভরি) সোনার বার আনা যাবে। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে একটি সোনার বার আনার জন্য ৫০ হাজার টাকা শুল্ক দিতে হবে।

জানা যায়, আগে একজন যাত্রী বছরে যতবার খুশি ততবার শুল্ক ছাড়াই ১০০ গ্রাম সোনার গয়না বা ২০০ গ্রাম রুপার অলংকার আনতে পারতেন। এ ছাড়া, শুল্ক দিয়ে ১১৭ গ্রাম বা প্রায় ১০ ভরি সোনার বার আনার সুযোগ ছিল। এর জন্য প্রতি ভরিতে দিতে হতো ৪ হাজার টাকা শুল্ক।

এ ছাড়া, নতুন বিধিমালা অনুসারে, যাত্রীরা সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। বিনা শুল্কে নতুন মোবাইল আনতে পারবেন একটি, তবে বছরে একবার।

নতুন বিধিমালা অনুসারে, বুকিং, হ্যান্ডকেরিসহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফরম পূরণ করতে হবে। সেটি অনলাইনেও করা যাবে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে