
প্রতিবেদক, বিডিজেন

বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এত দিন বিনা শুল্কে বছরে একাধিকবার সোনা আনার সুযোগ থাকলেও সেটি সীমিত করা হয়েছে। বছরে মাত্র একবার এই সুযোগ পাওয়া যাবে। একইসঙ্গে ১০ হাজার ডলারের বেশি বহন করলে তা নির্ধারিত ফরমে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বাজেট ঘোষণার পর গতকাল মঙ্গলবার (৩ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা জারি করেছে। নতুন বিধিমালা অনুসারে, বছরে একবার বিনা শুল্কে ১০০ গ্রাম সোনার গয়না এবং শুল্ক দিয়ে ১১৭ গ্রাম (১০ ভরি) সোনার বার আনা যাবে। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে একটি সোনার বার আনার জন্য ৫০ হাজার টাকা শুল্ক দিতে হবে।
জানা যায়, আগে একজন যাত্রী বছরে যতবার খুশি ততবার শুল্ক ছাড়াই ১০০ গ্রাম সোনার গয়না বা ২০০ গ্রাম রুপার অলংকার আনতে পারতেন। এ ছাড়া, শুল্ক দিয়ে ১১৭ গ্রাম বা প্রায় ১০ ভরি সোনার বার আনার সুযোগ ছিল। এর জন্য প্রতি ভরিতে দিতে হতো ৪ হাজার টাকা শুল্ক।
এ ছাড়া, নতুন বিধিমালা অনুসারে, যাত্রীরা সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। বিনা শুল্কে নতুন মোবাইল আনতে পারবেন একটি, তবে বছরে একবার।
নতুন বিধিমালা অনুসারে, বুকিং, হ্যান্ডকেরিসহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফরম পূরণ করতে হবে। সেটি অনলাইনেও করা যাবে।

বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এত দিন বিনা শুল্কে বছরে একাধিকবার সোনা আনার সুযোগ থাকলেও সেটি সীমিত করা হয়েছে। বছরে মাত্র একবার এই সুযোগ পাওয়া যাবে। একইসঙ্গে ১০ হাজার ডলারের বেশি বহন করলে তা নির্ধারিত ফরমে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বাজেট ঘোষণার পর গতকাল মঙ্গলবার (৩ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা জারি করেছে। নতুন বিধিমালা অনুসারে, বছরে একবার বিনা শুল্কে ১০০ গ্রাম সোনার গয়না এবং শুল্ক দিয়ে ১১৭ গ্রাম (১০ ভরি) সোনার বার আনা যাবে। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে একটি সোনার বার আনার জন্য ৫০ হাজার টাকা শুল্ক দিতে হবে।
জানা যায়, আগে একজন যাত্রী বছরে যতবার খুশি ততবার শুল্ক ছাড়াই ১০০ গ্রাম সোনার গয়না বা ২০০ গ্রাম রুপার অলংকার আনতে পারতেন। এ ছাড়া, শুল্ক দিয়ে ১১৭ গ্রাম বা প্রায় ১০ ভরি সোনার বার আনার সুযোগ ছিল। এর জন্য প্রতি ভরিতে দিতে হতো ৪ হাজার টাকা শুল্ক।
এ ছাড়া, নতুন বিধিমালা অনুসারে, যাত্রীরা সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। বিনা শুল্কে নতুন মোবাইল আনতে পারবেন একটি, তবে বছরে একবার।
নতুন বিধিমালা অনুসারে, বুকিং, হ্যান্ডকেরিসহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফরম পূরণ করতে হবে। সেটি অনলাইনেও করা যাবে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।