logo
খবর

হস্তশিল্পের বৈশ্বিক বাজার ১০০ কোটি ডলার, রপ্তানি বৃদ্ধিতে নীতি, কৌশলগত পদক্ষেপ জরুরি: কর্মশালায় অভিমত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ ডিসেম্বর ২০২৫
Copied!
হস্তশিল্পের বৈশ্বিক বাজার ১০০ কোটি ডলার, রপ্তানি বৃদ্ধিতে নীতি, কৌশলগত পদক্ষেপ জরুরি: কর্মশালায় অভিমত

বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প খাতকে একটি সুসংগঠিত, রপ্তানিমুখী ও টেকসই শিল্পে রূপান্তর করতে হলে অর্থায়নের সীমাবদ্ধতা, দক্ষ জনবল সংকট, কাঁচামালের খরচ বৃদ্ধি, উৎপাদন অবকাঠামোর ঘাটতি ও আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং দুর্বলতার মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে হবে। হস্তশিল্প শিল্পের উন্নয়ন, রপ্তানি বৃদ্ধির সুযোগ এবং বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উদ্যোগে 'বাংলাদেশের হস্তশিল্পের বিকাশে করণীয়' শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শত শত কোটি টাকার দেশীয় বাজার ও বিলিয়ন ডলারের বৈশ্বিক বাজার থাকা সত্ত্বেও সরকারি-বেসরকারি পরিকল্পনা, গবেষণা, ডিজাইন উন্নয়ন এবং নীতিগত সহায়তা ছাড়া এ খাতের সম্ভাবনাকে ব্যবহার করা যাচ্ছে না। এর জন্য তারা সহজ শর্তে অর্থায়ন, বাজার সম্প্রসারণ, ডিজিটাল মার্কেটপ্লেস, নকশা কেন্দ্র স্থাপন, প্রশিক্ষণ ও রপ্তানি প্রচারণা জোরদারের সুপারিশ করেন।

অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। হস্তশিল্প শিল্পের বর্তমান অবস্থা, বাজার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উন্নয়ন কৌশল বিষয়ে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন পিকেএসএফের উপ-মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান।

উপস্থাপনায় বলা হয়, হস্তশিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও দ্রুত সম্ভাবনাময় খাত। দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৪৮ হাজার কারিগর রয়েছে, তাদের মধ্যে ৫৬ শতাংশ নারী, যারা প্রত্যক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত। উৎপাদনের ৯৫ দশমিক ৮ শতাংশই সম্পূর্ণ গৃহভিত্তিক, যা গ্রামীণ অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

মো. ফজলুল কাদের বলেন, সহজ শর্তে অর্থায়ন, কারিগরি প্রশিক্ষণ এবং রপ্তানি সহজীকরণসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলে ভবিষ্যতে এ খাত বৈদেশিক মুদ্রা অর্জন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ জন্য তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারত্বে এ খাতকে আরও সংগঠিত, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপান্তর করার জন্য আহ্বান জানান।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে হস্তশিল্পের স্থানীয় বাজারের বার্ষিক আকার প্রায় ১০ থেকে ১৫ হাজার কোটি টাকা। অন্যদিকে ২০২৪ সালে বৈশ্বিক হস্তশিল্পের যে বিশাল বাজার ছিল সেখানে বাংলাদেশের অংশীদারত্ব এক শতাংশেরও কম। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ২৯ দশমিক ৭৫ মিলিয়ন আমেরিকান ডলার মূল্যের হস্তশিল্প রপ্তানি করেছে। বক্তারা জানান, বৈশ্বিক বাজার প্রতিবছর প্রায় ২০ শতাংশ হারে সম্প্রসারিত হচ্ছে এবং ২০৩২ সালের মধ্যে বাজারের আকার ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, নকশিকাঁথা, মাটির তৈরি পণ্য, বাঁশ-বেত, জামদানি, পাটজাত পণ্য, টেরাকোটাসহ দেশীয় হস্তশিল্প পণ্যের প্রধান ক্রেতা আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। দেশীয় কাঁচামাল দিয়ে উৎপাদিত এসব পণ্যে প্রায় ৮০ শতাংশ মূল্য সংযোজন সম্ভব হয় বলেও কর্মশালায় জানানো হয় । বক্তারা এ খাতের উন্নয়নের জন্য সাপ্লাই চেইন শক্তিশালীকরণ, কারুশিল্প গ্রাম উন্নয়ন, অর্থায়নের সুযোগ বৃদ্ধি, হস্তশিল্প-সম্পর্কিত কারিগর ও কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, হস্তশিল্প ম্যাপিং, ভর্তুকি/প্রণোদনা, হস্তশিল্পের রপ্তানি উন্নয়ন, আন্তর্জাতিক মান ও সার্টিফিকেশন জোরদার, ডিজিটাল মার্কেটপ্লেস ও ই-কমার্স উন্নয়নের পরামর্শ প্রদান করেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।

৮ মিনিট আগে

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।

১ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

২ ঘণ্টা আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

২ ঘণ্টা আগে