
বিডিজেন ডেস্ক

চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)। নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র।
কোনো দেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্র যখন এমন ত্রিস্তরীয় সতর্কবার্তা বা নির্দেশ জারি করে, তখন এর অর্থ হলো ভ্রমণ সম্পর্কে পুনর্বিবেচনা করা উচিত। ভ্রমণ না করা, যদি একান্তই সম্ভব না হয়, তবেই যাওয়া উচিত।
এ ছাড়া, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে লেভেল-৪ বা একটি চতুর্স্তরীয় সতর্কবার্তা জারি করেছে। যার অর্থ হলো সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু এলাকায় ঝুঁকি আরও বেশি।
যুক্তরাষ্ট্রের এ ধরনের সতর্কবার্তা জারি করে পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) জারি করা সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ‘২০২৪ সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বাংলাদেশে নাগরিক অস্থিরতা ও সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু দেশের বিভিন্ন স্থানে মাঝেমধ্যে বিক্ষোভ ও সংঘর্ষের সম্ভাবনাও তৈরি হয়েছে। পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের শান্তিপূর্ণ জমায়েত থেকেও দূরে থাকা উচিত। কারণ, সামান্য বা কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই সেগুলো সহিংস হয়ে উঠতে পারে।’
এর পাশাপাশি বলা হয়েছে, ‘ভ্রমণকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমারের মতো ছোটখাটো অপরাধের বিষয়েও সতর্ক থাকা উচিত। এ ছাড়া, বাংলাদেশের প্রধান শহরগুলোতে চুরি, ডাকাতি, হামলা এবং অবৈধ মাদক পাচারের মতো অপরাধ প্রায়শই হয়। তবে বিদেশিদের লক্ষ্যবস্তু করা হয় কি না এমন কোনো ইঙ্গিত নেই। এই অপরাধগুলো পরিস্থিতি, সময় এবং অবস্থাননির্ভর। বাংলাদেশ সন্ত্রাসী সহিংসতার তালিকায় রয়েছে, যার মধ্যে সন্ত্রাসী হামলা এবং অন্য কার্যকলাপও রয়েছে। ফলে বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের কূটনৈতিক এনক্লেভের বাইরে রাজধানী ঢাকা শহরেও অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ।’
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য লেভেল-৪ বা চতুর্স্তরীয় সতর্কবার্তা জারি করেছে পররাষ্ট্র দপ্তর। এই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলায় (সম্মিলিতভাবে পার্বত্য চট্টগ্রাম নামে পরিচিত) মাঝেমধ্যে সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ এবং অন্য ঘটনা ঘটে। এই অঞ্চলে যেসব অপহরণের ঘটনা ঘটে, তার বেশির ভাগই হয় পারিবারিক বিরোধের কারণে এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং রাজনৈতিক সহিংসতাও এই অঞ্চলে ভ্রমণকারী পর্যটকদের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করে। এর মধ্যে রয়েছে আইইডি বিস্ফোরণ এবং গুলি চালনার মতো ঘটনা।’ তবে কক্সবাজার বা সিলেটে ভ্রমণের জন্য authorization বা অনুমোদনের প্রয়োজন নেই।
ভ্রমণকারীদের উদ্দেশে নির্দেশ দেওয়া হয়েছে, ‘আপনি যদি এই এলাকাগুলোতে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা অফিস থেকে পূর্বানুমতি নিতে হবে। বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের এই এলাকায় ভ্রমণ নিষিদ্ধ। কোনো কারণেই এই এলাকায় ভ্রমণ করা যাবে না।’

চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)। নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র।
কোনো দেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্র যখন এমন ত্রিস্তরীয় সতর্কবার্তা বা নির্দেশ জারি করে, তখন এর অর্থ হলো ভ্রমণ সম্পর্কে পুনর্বিবেচনা করা উচিত। ভ্রমণ না করা, যদি একান্তই সম্ভব না হয়, তবেই যাওয়া উচিত।
এ ছাড়া, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে লেভেল-৪ বা একটি চতুর্স্তরীয় সতর্কবার্তা জারি করেছে। যার অর্থ হলো সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু এলাকায় ঝুঁকি আরও বেশি।
যুক্তরাষ্ট্রের এ ধরনের সতর্কবার্তা জারি করে পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) জারি করা সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ‘২০২৪ সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বাংলাদেশে নাগরিক অস্থিরতা ও সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু দেশের বিভিন্ন স্থানে মাঝেমধ্যে বিক্ষোভ ও সংঘর্ষের সম্ভাবনাও তৈরি হয়েছে। পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের শান্তিপূর্ণ জমায়েত থেকেও দূরে থাকা উচিত। কারণ, সামান্য বা কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই সেগুলো সহিংস হয়ে উঠতে পারে।’
এর পাশাপাশি বলা হয়েছে, ‘ভ্রমণকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমারের মতো ছোটখাটো অপরাধের বিষয়েও সতর্ক থাকা উচিত। এ ছাড়া, বাংলাদেশের প্রধান শহরগুলোতে চুরি, ডাকাতি, হামলা এবং অবৈধ মাদক পাচারের মতো অপরাধ প্রায়শই হয়। তবে বিদেশিদের লক্ষ্যবস্তু করা হয় কি না এমন কোনো ইঙ্গিত নেই। এই অপরাধগুলো পরিস্থিতি, সময় এবং অবস্থাননির্ভর। বাংলাদেশ সন্ত্রাসী সহিংসতার তালিকায় রয়েছে, যার মধ্যে সন্ত্রাসী হামলা এবং অন্য কার্যকলাপও রয়েছে। ফলে বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের কূটনৈতিক এনক্লেভের বাইরে রাজধানী ঢাকা শহরেও অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ।’
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য লেভেল-৪ বা চতুর্স্তরীয় সতর্কবার্তা জারি করেছে পররাষ্ট্র দপ্তর। এই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলায় (সম্মিলিতভাবে পার্বত্য চট্টগ্রাম নামে পরিচিত) মাঝেমধ্যে সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ এবং অন্য ঘটনা ঘটে। এই অঞ্চলে যেসব অপহরণের ঘটনা ঘটে, তার বেশির ভাগই হয় পারিবারিক বিরোধের কারণে এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং রাজনৈতিক সহিংসতাও এই অঞ্চলে ভ্রমণকারী পর্যটকদের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করে। এর মধ্যে রয়েছে আইইডি বিস্ফোরণ এবং গুলি চালনার মতো ঘটনা।’ তবে কক্সবাজার বা সিলেটে ভ্রমণের জন্য authorization বা অনুমোদনের প্রয়োজন নেই।
ভ্রমণকারীদের উদ্দেশে নির্দেশ দেওয়া হয়েছে, ‘আপনি যদি এই এলাকাগুলোতে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা অফিস থেকে পূর্বানুমতি নিতে হবে। বাংলাদেশে কর্মরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের এই এলাকায় ভ্রমণ নিষিদ্ধ। কোনো কারণেই এই এলাকায় ভ্রমণ করা যাবে না।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ এবং ইমরুল কায়েস আপন।
মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।