logo
খবর

উপসাগরীয় দেশে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় কৌশলে বেশি অর্থ আদায়ের অভিযোগ

প্রতিবেদক, বিডিজেন২০ ডিসেম্বর ২০২৫
Copied!
উপসাগরীয় দেশে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় কৌশলে বেশি অর্থ আদায়ের অভিযোগ
ছবি: এআই দিয়ে তৈরি

উপসাগরীয় একটি দেশে যাওয়ার জন্য প্রথমে সানলাইট নামের মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করান মিরাজ হোসেন (২৮)। সেখানে তাকে ‘আনফিট’ হিসেবে চিহ্নিত করা হয়। পরে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকায় চুক্তি করে ‘ফিট’ সনদ নেন। সরকারি নির্ধারিত ফি ১০ হাজার টাকা হলেও ‘ফিট’ সনদ পেতে তিনি ২০ হাজার টাকায় চুক্তি করেছিলেন। মিরাজ একা নন, অতিরিক্ত টাকা দিয়ে এভাবে অনেকের স্বাস্থ্য পরীক্ষায় ‘ফিট’ সার্টিফিকেট নিতে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, উপসাগরীয় দেশগুলোতে কর্মী হিসেবে যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষায় নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা আদায় করছে মেডিকেল সেন্টারগুলো। ফি ১০ হাজার টাকা হলেও অনেক সময় বিদেশগামী কর্মীদের ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয় ‘ফিট’ সনদ পেতে।

নাম প্রকাশ না করার শর্তে এক রিক্রুটিং এজেন্সির পরিচালক বলেন, এটার দোষ শুধু মেডিকেলের নয়। বরং বিদেশগামীরা স্বাস্থ্যগত অনেক ছোট–বড় সমস্যা এড়াতেও দালালের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সার্টিফিকেট নেন। ছোটখাটো স্বাস্থ্য সমস্যাকে কেন্দ্র করে বিদেশগামীদের কাছ থেকে গলা কাটা ফি আদায় করছে একদল অসাধু চক্র।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, স্বাস্থ্য পরীক্ষায় দালাল সিন্ডিকেট যুক্ত হওয়ার মূল কারণ গালফ হেলথ কাউন্সিলের (জিএইচসি) অনুমোদিত মেডিকেল সেন্টারের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়া। বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমে এই মেডিকেল সেন্টারগুলোকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। এরপর নিতে হয় জিএইচসির অনুমোদন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গালফ মেডিকেল সেন্টারসের (বিএজিএমসি) তথ্যমতে, বাংলাদেশে জিএইচসি অনুমোদিত সেন্টারের সংখ্যা ২০১৭ সালে ছিল মাত্র ২৬টি। বর্তমানে তা বেড়ে হয়েছে ২৭৮টি।

এ বিষয়ে বিএজিএমসির প্রেসিডেন্ট নোমান চৌধুরী বলেন, “আমারা বহুবার অতিরিক্ত মেডিকেল সেন্টার অনুমদোনের বিষয়ে জিএইচসিকে বলেছি। কিন্তু তারা আমাদের কথা শোনে না। এর একটা অভ্যন্তরীণ কারণও রয়েছে সেটি হলো একজন ব্যক্তি মেডিকেল করার জন্য রেজিস্ট্রেশন করলে তারা ১০ ডলার পায়। অন্য দিকে মেডিকেল সেন্টার অনেক বেশি হওয়ায় আমাদের দেশের মানুষেরা প্রি মেডিকেল করেন। এটায় ফিট হলে সার্টিফিকেট নেন আর না হলে তখন অনেকে বিভিন্ন মাধ্যম ধরেন। এসময় সবচেয়ে বেশি ফাঁদে ফেলে মেডিকেল সেন্টারের দালাল চক্র। তারা নানাভাবে বিদেশগামীদের থেকে বেশি অর্থ আদায় করে।”

যেভাবে বাড়তি অর্থ আদায় করা হয়

সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানগামী কর্মীদের জিএইচসির প্ল্যাটফর্মে ১০ ডলার ফি দিয়ে নিবন্ধন করতে হয়। প্ল্যাটফর্মটি একটি মেডিকেল সেন্টার নির্ধারণ করে দেয়। তারপর শুরু হয় অসাধু চক্রের কার্যকলাপ।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, স্বাস্থ্য পরীক্ষার ফি আদায়ের অভিনব কৌশল হলো–শুরুতে বেশির ভাগ সেন্টার প্রথমে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে। তারপর যোগ্য হিসেবে রিপোর্ট দেওয়ার জন্য ঘুষ দাবি করা হয়। এমনকি প্রকৃত অযোগ্যরাও মোটা অঙ্কের টাকা দিয়ে যোগ্য হিসেবে সার্টিফিকেট পাচ্ছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত চারটি প্রধান উপসাগরীয় দেশ–সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে ৩২ লাখ ৪১ হাজার ২১০ জন বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

কুমিল্লার আরিফ ইসলাম থাকেন সৌদি আরবে। তিনি বিডিজেনকে বলেন, “আমি বিদেশে আসার আগে একটু স্বাস্থ্যগত সমস্যায় ছিলাম। তাই ৩০ হাজার টাকা চুক্তি করে স্বাস্থ্য পরীক্ষায় ফিট সার্টিফিকেট নিয়েছিলাম।”

এ ছাড়া, এসবিএস পজেটিভ থাকা এক প্রবাসী বলেন, “আমার এই সমস্যাসহ মেডিকেল করলে আনফিট হয়ে যেতাম। তাই ৫০ হাজার টাকায় চুক্তি করে মেডিকেল করি এবং ফিট সার্টিফিকেট পেয়েছি।”

রাজধানীর এক রিক্রুটিং এজেন্সির প্রধান নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গালফ কান্ট্রিতে যাওয়ার জন্য কর্মীদের একটা বড় অংশ অতিরিক্ত টাকায় মেডিকেল ফিট সার্টিফিকেট নেন। এর মূল কারণ হলো–তাদের মেডিকেল সেন্টারে কেউ একবার অনফিট হলে আর কখনো ওসব দেশে যাওয়ার অনুমতি পাবে না। এই ভয় থেকে অনেকে ছোট–বড় সমস্যা এড়াতে অসাধু চক্রের আশ্রয়ে মেডিকেল সার্টিফিকেট নিচ্ছেন।”

এ বিষয়ে সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ব্যাপক অভিযোগের পরিপ্রেক্ষিতে অনিয়মে জড়িত মেডিকেল সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জিএইচসিকে চিঠি দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বক্তব্য জানতে যোগাযোগ করা হয় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেনের সঙ্গে।

তিনি বিডিজেনকে বলেন, “এসব বিষয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টার ছাড়া আর কারও কথা বলার অনুমতি নেই। তিনিই এ বিষয়ে বক্তব্য দিতে পারেন।”

আরও দেখুন

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

২০ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ এবং ইমরুল কায়েস আপন।

২ দিন আগে

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।

৩ দিন আগে