
বিডিজেন ডেস্ক

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বাড়ির উঠান থেকে একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বাহারছাড়ার উত্তর শীলখালী এলাকার আবদুস শুক্কুরের বাড়ির উঠান থেকে অজগরটি উদ্ধার করা হয়।
খবর প্রথম আলোর।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বাড়ির বাসিন্দারা অজগরটি দেখতে পেয়ে তাদের খবর দেয়। এরপর তারা ওই বাড়িতে গিয়ে অজগরটি উদ্ধার করেন। পরে গতকাল রাতেই ওই অজগরটি টেকনাফের জাহাজপুরা এলাকার গর্জনবনে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, অজগরটি ২০ থেকে ২২ ফুট লম্বা। ওজন ১০০ কেজি। এলাকায় এর আগে এত বড় অজগরের বিচরণ দেখা যায়নি। উদ্ধার হওয়া অজগর ‘বার্মিজ পাইথন’ নামে পরিচিত বলেও জানান তিনি।
বন বিভাগের উদ্ধারকারীদের মধ্যে ছিলেন শামলাপুর গ্রামীণ সাধারণ বন (ভিসিএফ) সংরক্ষণ দলের সভাপতি আমীর মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, ২০১৯ সাল থেকে গতকাল রাত পর্যন্ত ২ হাজারের বেশি সাপ টেকনাফের বিভিন্ন এলাকা থেকে তাঁরা উদ্ধার করেছেন।
সূত্র: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বাড়ির উঠান থেকে একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বাহারছাড়ার উত্তর শীলখালী এলাকার আবদুস শুক্কুরের বাড়ির উঠান থেকে অজগরটি উদ্ধার করা হয়।
খবর প্রথম আলোর।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বাড়ির বাসিন্দারা অজগরটি দেখতে পেয়ে তাদের খবর দেয়। এরপর তারা ওই বাড়িতে গিয়ে অজগরটি উদ্ধার করেন। পরে গতকাল রাতেই ওই অজগরটি টেকনাফের জাহাজপুরা এলাকার গর্জনবনে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, অজগরটি ২০ থেকে ২২ ফুট লম্বা। ওজন ১০০ কেজি। এলাকায় এর আগে এত বড় অজগরের বিচরণ দেখা যায়নি। উদ্ধার হওয়া অজগর ‘বার্মিজ পাইথন’ নামে পরিচিত বলেও জানান তিনি।
বন বিভাগের উদ্ধারকারীদের মধ্যে ছিলেন শামলাপুর গ্রামীণ সাধারণ বন (ভিসিএফ) সংরক্ষণ দলের সভাপতি আমীর মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, ২০১৯ সাল থেকে গতকাল রাত পর্যন্ত ২ হাজারের বেশি সাপ টেকনাফের বিভিন্ন এলাকা থেকে তাঁরা উদ্ধার করেছেন।
সূত্র: প্রথম আলো
শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।