
বিডিজেন ডেস্ক

চট্টগ্রামে পুড়ে অঙ্গার হওয়া এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে জেলার হাটহাজারী থানার ফতেয়াবাদ বালুরটাল এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বালুরটাল এলাকার ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
খবর প্রথম আলোর।
পুলিশ জানায়, উদ্ধার করা লাশের পরিচয় জানা যায়নি, তা বের করার চেষ্টা চলছে। নিখোঁজ–সংক্রান্ত ডায়েরিগুলোরও খোঁজ নেওয়া হচ্ছে।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে বলেন, আলামত দেখে বোঝা যাচ্ছে, এটি একটি নারীর মরদেহ। পাশে ওড়না ও জুতা পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জীবন্ত অবস্থায় হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে ওই নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
সূত্র: প্রথম আলো

চট্টগ্রামে পুড়ে অঙ্গার হওয়া এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে জেলার হাটহাজারী থানার ফতেয়াবাদ বালুরটাল এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বালুরটাল এলাকার ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
খবর প্রথম আলোর।
পুলিশ জানায়, উদ্ধার করা লাশের পরিচয় জানা যায়নি, তা বের করার চেষ্টা চলছে। নিখোঁজ–সংক্রান্ত ডায়েরিগুলোরও খোঁজ নেওয়া হচ্ছে।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে বলেন, আলামত দেখে বোঝা যাচ্ছে, এটি একটি নারীর মরদেহ। পাশে ওড়না ও জুতা পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জীবন্ত অবস্থায় হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে ওই নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
সূত্র: প্রথম আলো
শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।