
বিডিজেন ডেস্ক

বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
ইতালির পেরুজিয়া প্রদেশের উম্বারতিদে শহরের কাছে অবস্থিত ঐতিহাসিক চিভিতেলা রানিয়েরি দুর্গে ৬ সপ্তাহের আবাসিক এই ফেলোশিপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেলোশিপে যাতায়াত ও থাকা–খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করে সিভিতেলা রানিয়েরি ফাউন্ডেশন। ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিশ্বের শতাধিক দেশের এক হাজারের বেশি লেখক ও শিল্পী অংশ নিয়েছেন।
বাংলাদেশ থেকে এর আগে ভিজ্যুয়াল শিল্পী আব্দুস শাকুর, তায়েবা লিপি, আবদুল মোমেন মিল্টন এবং স্থপতি রিজভী হাসান এই ফেলোশিপে অংশ নিয়েছেন। এবার প্রথম একজন বাংলাদেশি কথাসাহিত্যিক হিসেবে মশিউল আলম এই সম্মান লাভ করলেন।
মশিউল আলম ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন। ৪ আগস্ট শুরু হবে তাঁর ফেলোশিপ পর্ব। সেখানে অবস্থানকালে তিনি তাঁর নতুন উপন্যাস ‘লাল আকাশ’-এর পাণ্ডুলিপি নিয়ে কাজ করবেন। উপন্যাসটির প্রেক্ষাপট বিশ শতকের শেষ দশকে পতনের মুখে দাঁড়ানো সোভিয়েত ইউনিয়ন।
উল্লেখ্য, মশিউল আলম ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম (আইডব্লিউপি) ফ্যাল রেসিডেন্সিতেও অংশ নিয়েছিলেন। এটি বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন মঞ্চ হিসেবে পরিচিত।

বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
ইতালির পেরুজিয়া প্রদেশের উম্বারতিদে শহরের কাছে অবস্থিত ঐতিহাসিক চিভিতেলা রানিয়েরি দুর্গে ৬ সপ্তাহের আবাসিক এই ফেলোশিপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেলোশিপে যাতায়াত ও থাকা–খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করে সিভিতেলা রানিয়েরি ফাউন্ডেশন। ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিশ্বের শতাধিক দেশের এক হাজারের বেশি লেখক ও শিল্পী অংশ নিয়েছেন।
বাংলাদেশ থেকে এর আগে ভিজ্যুয়াল শিল্পী আব্দুস শাকুর, তায়েবা লিপি, আবদুল মোমেন মিল্টন এবং স্থপতি রিজভী হাসান এই ফেলোশিপে অংশ নিয়েছেন। এবার প্রথম একজন বাংলাদেশি কথাসাহিত্যিক হিসেবে মশিউল আলম এই সম্মান লাভ করলেন।
মশিউল আলম ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন। ৪ আগস্ট শুরু হবে তাঁর ফেলোশিপ পর্ব। সেখানে অবস্থানকালে তিনি তাঁর নতুন উপন্যাস ‘লাল আকাশ’-এর পাণ্ডুলিপি নিয়ে কাজ করবেন। উপন্যাসটির প্রেক্ষাপট বিশ শতকের শেষ দশকে পতনের মুখে দাঁড়ানো সোভিয়েত ইউনিয়ন।
উল্লেখ্য, মশিউল আলম ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম (আইডব্লিউপি) ফ্যাল রেসিডেন্সিতেও অংশ নিয়েছিলেন। এটি বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন মঞ্চ হিসেবে পরিচিত।
আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।