
বিডিজেন ডেস্ক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
খবর আজকের পত্রিকার।
আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবারের সহিংসতাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি ৪০০ জন অজ্ঞাতনামা।
এদিকে সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর চলমান অভিযানে এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাজেদুর রহমান।
সূত্র: প্রথম আলো

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
খবর আজকের পত্রিকার।
আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবারের সহিংসতাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি ৪০০ জন অজ্ঞাতনামা।
এদিকে সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর চলমান অভিযানে এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাজেদুর রহমান।
সূত্র: প্রথম আলো
আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।