
প্রতিবেদক, বিডিজেন
বাংলাদেশের সোনার দাম আবার কমেছে। এ দফায় ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৮ টাকা। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা। কাল রোববার (৯ মার্চ) থেকে এ দাম কার্যকর হবে।
আজ শনিবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমার বিষয়টি জানায়। নতুন এ দাম কাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।
এর আগে গত মঙ্গলবার সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৫৭ টাকা বাড়ানো হয়েছিল। তাতে ভালো মানের সোনার ভরির দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। এরও আগে গত ২০ ফেব্রুয়ারি সোনার দাম বেড়ে প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকায় উঠেছিল। দেশের বাজারে সেটিই ছিল সোনার এযাবৎকালের সর্বোচ্চ দাম।
নতুন দাম অনুযায়ী, রোববার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৩ হাজার ৪২৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হবে ১ লাখ ১ হাজার ৬৪০ টাকা।
শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকায় বিক্রি হয়েছে।
সেই হিসাবে কাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটে ৯৯১ টাকা, ১৮ ক্যারেটে ৮৫১ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৭৩৫ টাকা দাম কমবে।
বাংলাদেশের সোনার দাম আবার কমেছে। এ দফায় ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৮ টাকা। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা। কাল রোববার (৯ মার্চ) থেকে এ দাম কার্যকর হবে।
আজ শনিবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমার বিষয়টি জানায়। নতুন এ দাম কাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।
এর আগে গত মঙ্গলবার সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৫৭ টাকা বাড়ানো হয়েছিল। তাতে ভালো মানের সোনার ভরির দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। এরও আগে গত ২০ ফেব্রুয়ারি সোনার দাম বেড়ে প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকায় উঠেছিল। দেশের বাজারে সেটিই ছিল সোনার এযাবৎকালের সর্বোচ্চ দাম।
নতুন দাম অনুযায়ী, রোববার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৩ হাজার ৪২৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হবে ১ লাখ ১ হাজার ৬৪০ টাকা।
শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকায় বিক্রি হয়েছে।
সেই হিসাবে কাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেটে ৯৯১ টাকা, ১৮ ক্যারেটে ৮৫১ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৭৩৫ টাকা দাম কমবে।
বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।
শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।