logo
খবর

ভারতে ‘ব্লকড’ বাংলাদেশের ৪ টিভির ইউটিউব চ্যানেল

ভারত-পাকিস্তান সংঘাত

প্রতিবেদক, বিডিজেন১০ মে ২০২৫
Copied!
ভারতে ‘ব্লকড’ বাংলাদেশের ৪ টিভির ইউটিউব চ্যানেল
ভারতে ব্লক করা হলো বাংলাদেশের চার টিভির ইউটিউব চ্যানেল

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ভারতে ব্লক করা হয়েছে বাংলাদেশের চারটি টেলিভিশনের ইউটিউব চ্যানেল। এগুলো হলো—একাত্তর টিভি, বাংলাভিশন, যমুনা টিভি ও মোহনা টিভি। আজ শুক্রবার ভারতীয় কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে ভারতে এই চারটি চ্যানেলের ব্যাপারে পদক্ষেপ নেয় ইউটিউব। খবরটি জানিয়েছে, তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিল্যাব।

ডিসমিল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেল এখন থেকে ভারতে দেখা যাবে না। ভারত থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসছে। সেখানে লেখা, ‘এই কন্টেন্টটি এই মুহূর্তে এ দেশে প্রবেশযোগ্য নয়। এটি জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারী আদেশের আওতায় আছে।’

২২ এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৭ ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর ভারত সেই ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে আসছে। ঘটনার পর থেকে পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল ভারতে সরকারী নির্দেশে ব্লক করা হয়েছে। এমনকি পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও অন্যান্য সেলিব্রিটিদের নিজস্ব ইউটিউব চ্যানেলও ভারতে ব্লক করা হয়েছে। এর মধ্যে আছে ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারের মতো ক্রিকেটারদের ইউটিউব চ্যানেল। গত ৬ মে দিবাগত রাতে পেহেলগাঁওয়য়ের ঘটনার ‘জবাব’ হিসেবে পাকিস্তানের আজাদ কাশ্মীরে শুরু করে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। তারা সেটির নাম দিয়েছে ‘অপারেশন সোহাগ রাত।’

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে। এ নিয়ে দ্য ওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছে, এটা ভারতের সংবিধানে প্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে এক্স (সাবেক টুইটার) জানিয়েছে, ভারত সরকার আট হাজারের বেশি ‘অ্যাকাউন্ট’ ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে