
বিডিজেন ডেস্ক

কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি কমিটি গঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে আব্দুর রহমান উজ্জ্বলকে আহ্বায়ক ও নাহিদুল ইসলাম নাঈমকে সদস্যসচিব করে ২৯৫ সদস্যের পাল্টা উপজেলা কমিটি ঘোষণা করেছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে পাল্টা কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ঘোষিত উপজেলা কমিটিতে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্বদানকারী ছাত্রদের বঞ্চিত করার এবং ফ্যাসিস্ট সরকারের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের দিয়ে কমিটি করার অভিযোগ তোলা হয়।
প্রতিবাদ সমাবেশে ছাত্ররা অভিযোগ করে বলেন, ‘যারা ছাত্র-জনতার আন্দোলনের সময় জীবন বাজি রেখে মুরাদনগরের বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অছাত্রদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম, আজ আমরাই কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি এবং আন্দোলনে যারা সম্মুখসারিতে ছিলেন তাদের বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই পকেট কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’
সমাবেশে সিয়াম খানের সঞ্চালনায় বক্তব্য দেন আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, ইব্রাহিম, এনামুল, মেহেদী, সাব্বির, শরীফ, ফাহিম, সাকিব প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার (৩ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক সাকিব হোসাইন ও সদস্য সচিব জিয়া উদ্দিন রুবেল মুরাদনগর উপজেলার কমিটি ঘোষণা করেন।

কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি কমিটি গঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে আব্দুর রহমান উজ্জ্বলকে আহ্বায়ক ও নাহিদুল ইসলাম নাঈমকে সদস্যসচিব করে ২৯৫ সদস্যের পাল্টা উপজেলা কমিটি ঘোষণা করেছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে পাল্টা কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ঘোষিত উপজেলা কমিটিতে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্বদানকারী ছাত্রদের বঞ্চিত করার এবং ফ্যাসিস্ট সরকারের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের দিয়ে কমিটি করার অভিযোগ তোলা হয়।
প্রতিবাদ সমাবেশে ছাত্ররা অভিযোগ করে বলেন, ‘যারা ছাত্র-জনতার আন্দোলনের সময় জীবন বাজি রেখে মুরাদনগরের বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অছাত্রদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম, আজ আমরাই কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি এবং আন্দোলনে যারা সম্মুখসারিতে ছিলেন তাদের বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই পকেট কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’
সমাবেশে সিয়াম খানের সঞ্চালনায় বক্তব্য দেন আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, ইব্রাহিম, এনামুল, মেহেদী, সাব্বির, শরীফ, ফাহিম, সাকিব প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার (৩ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক সাকিব হোসাইন ও সদস্য সচিব জিয়া উদ্দিন রুবেল মুরাদনগর উপজেলার কমিটি ঘোষণা করেন।
বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।
শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।