logo
খবর

সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকা আসছে

প্রতিবেদক, বিডিজেন২০ এপ্রিল ২০২৫
Copied!
সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকা আসছে
ছবি: সংগৃহীত

সৌদি আরবের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ রোববার (২০ এপ্রিল) রাতে ঢাকায় আসছে। ঢাকার সৌদি আরব দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনৈতিক নোটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস থেকে জানানো হয়েছে, সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল রোববার রাত ৮টা ৪৮ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। এই দলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয়, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার এবং অন্য সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা থাকবেন।

প্রতিনিধিদলটি বাংলাদেশে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য পরিষেবা সহজীকরণের বিষয়ে আলোচনা করবে। দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ২১ এপ্রিল (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অথবা ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এ বৈঠকের আয়োজন করার জন্য।

দূতাবাস প্রতিনিধিদলের তালিকা, বৈঠকের আলোচ্যসূচি এবং প্রতিনিধিদলের ফ্লাইটের সময়সূচি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে।

প্রতিনিধিদলটি ২১ এপ্রিল সন্ধ্যা ৬টায় ঢাকা ত্যাগ করবে।

আরও দেখুন

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

২০ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ এবং ইমরুল কায়েস আপন।

২ দিন আগে

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।

৩ দিন আগে