logo
খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না: রুমিন ফারহানা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ জানুয়ারি ২০২৫
Copied!
আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে, দেশটা তত দ্রুত স্থিতিশীলতার দিকে যাবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা দ্রব্যমূল্যের কোনো কিছুই অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।

আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির চুন্টা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সরাইল উপজেলা শাখার সাবেক সহসভাপতি হোসেন মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার প্রমুখ।

রুমিন ফারহানা বলেন, ‘মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে কবে ভোট দেবে, কবে একটি নির্বাচিত সরকার আসবে। তাই যত দ্রুত নির্বাচন হয় ততই ভালো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬–এর জুনে নির্বাচন হবে। এতে আমরা সর্বশেষটা ধরে নিতে পারি, ২০২৬–এর জুনেই নির্বাচন হবে।’

রুমিন ফারহানা বলেন, ‘গত ১৫ বছর একটা দুঃসহ অবস্থার মধ্যে ছিল দেশ। সেখান থেকে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমরা প্রথমে শুনেছিলাম পুলিশ-প্রশাসন সরকারকে সেভাবে সাহায্য করছে না। এখনো বিষয়গুলো অতটা স্থিতিশীল অবস্থায় আসেনি। দেশি-বিদেশি বিনিয়োগও সেভাবে হচ্ছে না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বাংলার মাটিতে গুম এবং নির্বিচারে মানুষ হত্যার বিচার হবে। যারা এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের কারও রেহাই নাই।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজন। তাঁকে বিগত সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাঁকে চিকিৎসা নিতে দেননি। দেশের চিকিৎসকগণ বলেছেন তাঁর চিকিৎসা দেশে হওয়ার কোনো উপায় নেই। তাঁর শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে দীর্ঘ সময় তিনি দেশের বাইরে যেতে পারেননি। আশা করছি, বিদেশে চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে তিনি তাঁর নেতা-কর্মী এবং দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।

খালেদা জিয়ার বিদেশ সফরে যাওয়া মানে মাইনাস টু ফর্মুলা কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, মাইনাস টু ফর্মুলা বাংলাদেশে অতীতেও সফল হয়নি, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে