logo
খবর

সাধারণ মানুষদের জন্য দূতাবাসের সামনের দরজা খোলা থাকে না: ড. শহিদুল আলম

প্রতিবেদক, বিডিজেন৮ দিন আগে
Copied!
সাধারণ মানুষদের জন্য দূতাবাসের সামনের দরজা খোলা থাকে না: ড. শহিদুল আলম
বক্তব্য দিচ্ছেন শহিদুল আলম। ছবি: বিডিজেন

আলোকচিত্রী ড. শহিদুল আলম বলেছেন, আমি একটা কাজে মালয়েশিয়ায় গিয়েছিলাম। সেখানেবাংলাদেশের রাষ্ট্রদূতের (হাইকমিশনার) সঙ্গে আমার সাক্ষাতের কথা ছিল। আমি ট্যাক্সি নিয়ে বাংলাদেশ অ্যাম্বাসিতে (হাইকমিশন) যাচ্ছিলাম। সেখানে ট্যাক্সিচালক আমাকে অ্যাম্বাসির মূল গেটে নয় পেছনের একটা ছোট গেটের কাছে নামিয়ে দেয়। আমি তার কাছে পেছনে নামানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবাই পেছনের দরজা দিয়েইতো ওখানে যান। সামনের দরজা খোলা থাকে না। ভেতরে গিয়ে দেখি অনেক মানুষ। দালালেরা টাকা লেনদেন করছে। এটাই স্বাভাবিক অবস্থা।

হাইকমিশনে পর্যাপ্ত শৌচাগার এবং খাবারসহ অনেক কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।

আজ বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলন অতিথি হিসেব দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনের আয়োজন করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)।

শহিদুল আলম বলেন, অভিবাসীদের সবার আগে মানুষ হিসেব দেখা প্রয়োজন। আমি বিভিন্ন সময় নানা জায়গা ও দেশে গিয়েছি। বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরসহ অনেক জায়গায় অভিবাসীদের সঙ্গে যে আচরণ করা হয়, তাতে বোঝা যায় আমরা কীভাবে তাদের দেখি। অভিবাসীরা নানা ত্যাগ স্বীকার করে বিদেশ থেকে অর্থ প্রেরণ করে। সেই টাকা দিয়ে আমরা ভোগ–বিলাস ও নানা উন্নয়ন করি। কিন্তু তাদের ত্যাগের কথা মনে রাখি না।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরাও যেখান থেকে মুনাফা আসে সেখানে বিনিয়োগ করে। কিন্তু আমাদের দেশে প্রবাস খাত থেকে এত বেশি অর্থ আসা সত্ত্বেও বিনিয়োগ করা হয় না। বরং এই খাতের টাকা অনেকে পাচার করে বিদেশে গাড়ি–বাড়ি বানায়। প্রবাসীদের টাকায় দেশে এত কিছু হয়, কিন্তু তাদের জীবনকে সহজ ও সুন্দর করার জন্য সেভাবে কিছু করা হয় না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিফিউজি অ্যান্ড রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের সহযোগী অধ্যাপক মো. রাশেদ আলম, রামরুর সিনিয়র কমিউনিকেশন অফিসার মো. পারভেজ আলম ও প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা প্রমুখ।

আরও দেখুন

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

১৯ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ এবং ইমরুল কায়েস আপন।

২ দিন আগে

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।

৩ দিন আগে