logo
খবর

মেয়ে রোদেলার সঙ্গে ন্যান্সির প্রথম গান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ জুলাই ২০২৫
Copied!
মেয়ে রোদেলার সঙ্গে ন্যান্সির প্রথম গান
রোদেলা ও ন্যান্সি। ছবি: সংগৃহীত

সংগীতজীবনের শুরু থেকে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মায়ের গানের পথ ধরে এবার সম্ভাবনার জানান দিচ্ছেন ন্যান্সি কন্যা রোদেলা।

প্রথমবার মা-মেয়ে একটি গানে কণ্ঠ দিয়েছেন। তাদের এই নতুন গানের শিরোনাম 'কেন'। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর-সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।

আজ ১০ জুলাই (বৃহস্পতিবার) গানটি প্রকাশ হবে রোদেলার নিজেস্ব ইউটিউব চ্যানেলে। গানটির মিউজিক ভিডিওতে৷ মা-মেয়ে দুজনই অংশ নিয়েছেন।

ন্যান্সি বলেন, 'প্রথমে গানটি আমারই করার কথা ছিল। পরে মাথায় এল, এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। প্রথমে গাইয়ে দেখলাম। বেশ ভালোই লাগল। প্রথমবার আমার সঙ্গে কন্যার গান! তাই স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড, গর্বিত ও আনন্দিত। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।'

রোদেলা বলেন, 'এটা একটা দুঃসাহস আমার জন্য। কারণ আমার মায়ের কণ্ঠ-গান সারাবিশ্বের বাংলাভাষাভাষীদের কাছে জনপ্রিয়। তার ইউনিক স্টাইল রয়েছে। এবার তাঁর সঙ্গে গান গেয়ে ফেললাম। অবশ্য মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম।'

গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, 'সময় নিয়ে গানটি করা। মা-মেয়ের কণ্ঠে গান করার পরিকল্পনাটাও ইউনিক। সবচেয়ে বড় কথা গানটি শ্রুতিমধুর ও ভিন্নধর্মী। আমার বিশ্বাস ভালো লাগবে শ্রোতাদের। '

প্রত্যয় খান বলেন, 'একটি একটি ভিন্নধর্মী প্রজেক্ট। ন্যান্সি অনেকের মতো আমারও খুব পছন্দের। তাঁর কণ্ঠ আমার খুব পছন্দ। বড় বিষয় হলো রোদেলার কণ্ঠটাও ইউনিক। সব মিলিয়ে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি।'

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে