logo
খবর

মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ জানুয়ারি ২০২৫
Copied!
মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
সুফি দরবার, মাজার ও আখড়ায় উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, পাগল ফকিরদের হত্যা ও ওরশ মাহফিল আয়োজনে বাধা সৃষ্টির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা। ছবি: সংগৃহীত

সুফি দরবার, মাজার ও আখড়ায় উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, পাগল ফকিরদের হত্যা ও ওরশ মাহফিল আয়োজনে বাধা সৃষ্টির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ব সুফি সংস্থার আয়োজনে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন বিভিন্ন দরবার, মাজার ও আখড়ার ভক্তরা। কয়েক হাজার লোকের এ মানববন্ধনে নরসিংদী জেলার বিভিন্ন দরবার ও খানকার প্রতিনিধিরা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে প্রায় ১০০টি মাজার ভাঙচুর, বিভিন্ন দরবারে অগ্নিসংযোগ ও লুটপাট করছে একটি ধর্মান্ধ গোষ্ঠী। কিন্তু প্রশাসন এ গোষ্ঠীকে থামাবার জন্য কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না। সম্প্রতি দু-একজন উপদেষ্টা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।

তারা আরও বলেন, কোনো মাজারে কিংবা দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তা মেনে নেওয়া হবে না। 

কোনো মাজার ভাঙচুর না করতে ও মাজার সুরক্ষায় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

নরসিংদী জেলাতেও ৩টি মাজার ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছে বিশ্ব সুফি সংস্থা। তারা বলেছে, সুফিবাদ একটি শান্তিপ্রিয় ধর্ম পালনকারী গোষ্ঠীর নাম। এ নামে সুফিরা কারও বিরুদ্ধে লাঠি ধরে বদনাম নিতে চায় না। আলেম নামের জালেমরা যেভাবে বিভিন্ন স্থানে মাজার ও দরবারে হামলা ভাঙচুর করছে, তার প্রতিবাদ করতে সুফিরা যদি নেমে যায়, তা হলে আলেমরা পালানোর জায়গা পাবেন না।

সাড়ে ৫ মাসে ৪০টি মাজারে হামলার ঘটনায় ২৩ জন গ্রেফতার: প্রধান উপদেষ্টার প্রেস উইং

এদিকে ১৮ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাড়ে ৫ মাসে ৪০টি মাজার ও তার সাথে সম্পর্কিত ৪৪টি স্থাপনা ভাঙচুর ও হামলার তথ্য পেয়েছে পুলিশ।

মাজার ও দরগাহে হামলার ঘটনায় পুলিশের প্রতিবেদনের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ পুলিশ ৪ অগাস্ট ২০২৪ থেকে দেশের বিভিন্ন এলাকায় ৪০টি মাজার ও তার সঙ্গে সম্পর্কিত ৪৪টি ভাঙচুর ও হামলার ঘটনা রিপোর্ট পেয়েছে।"

এসব স্থাপনার মধ্যে সুফি সমাধিক্ষেত্র/দরগাহ আছে।

এসব হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং, গ্রেফতার হয়েছে ২৩ জন।

প্রেস উইং জানিয়েছে, সবচেয়ে বেশি ১৭টি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ১০টি ও ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার ঘটনা ঘটে।

শেরপুর জেলায় একই মাজারে চার দফায় হামলার ঘটনা ঘটেছে।

এসব হামলার ঘটনায় বিভিন্ন থানায় ১৫টি মামলা ও ২৯টি সাধারণ ডায়রি নথিভুক্ত হয়েছে।

প্রেস উইং বলেছে, মাজারে যেকোনো হামলার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

এর আগে ৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, মাজার বা কাওয়ালীতে হামলার ঘটনায় ছাড় দেওয়া হবে না।

২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, "অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলোতে যেকোনো ঘৃণামূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায়।"

আরও দেখুন

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ সম্পর্কে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।

১ ঘণ্টা আগে

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

সৌদি আরব ফেরত ৬৪ বাংলাদেশিকে ব্র্যাকের জরুরি সহায়তা

শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।

২ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

৩ ঘণ্টা আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

৩ ঘণ্টা আগে