logo
খবর

লিবিয়ায় ২৩ লাশ উদ্ধার, বাবার অজান্তে অবৈধ পথে বিদেশযাত্রা করা ছেলের মৃত্যুতে নির্বাক পরিবার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
লিবিয়ায় ২৩ লাশ উদ্ধার, বাবার অজান্তে অবৈধ পথে বিদেশযাত্রা করা ছেলের মৃত্যুতে নির্বাক পরিবার
বাবার অজান্তে অবৈধ পথে বিদেশে পাড়ি জমান একমাত্র ছেলে সুজন ফরাজী। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ছেলেকে হারিয়ে বাবার আহাজারি। মাদারীপুর সদর উপজেলার পূর্ব ঘটমাঝি এলাকায়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) সকালে। ছবি: প্রথম আলো

ইতালি গিয়ে স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন সুজন ফরাজী। বৈধ পথে সুযোগ না পেয়ে অবৈধভাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু সুজনের সিদ্ধান্তে পরিবারের অন্য সদস্যরা সম্মতি দিলেও ঝুঁকি নিতে রাজি হননি বাবা মিরাজুল ইসলাম। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কয়েক দফা বাগ্‌বিতণ্ডাও হয়। একপর্যায়ে বাবাকে কিছু না জানিয়ে দালালের সহযোগিতায় লিবিয়া চলে যান সুজন।

খবর প্রথম আলোর।

সম্প্রতি ভূমধ্যসাগরে নৌযান ডুবে লিবিয়া উপকূলে ভেসে আসা ২৩টি লাশের মধ্যে সুজন ফরাজীর লাশও আছে। সুজনের মৃত্যুর বিষয়টি আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে প্রথম আলোকে নিশ্চিত করেন বাবা মিরাজুল ইসলাম। তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব ঘটমাঝি এলাকায়।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়া থেকে নৌযানে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন একদল অভিবাসনপ্রত্যাশী। ৫৬ জন আরোহী নিয়ে নৌযানটি ২৫ জানুয়ারি ভূমধ্যসাগরে ডুবে যায়। এরপর ২৮–৩১ জানুয়ারির মধ্যে ২৩টি লাশ সৈকতে ভেসে আসে। গলিত লাশগুলোর পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও স্থানীয় সূত্রের বরাতে দূতাবাস বলছে, তাদের প্রায় সবাই বাংলাদেশি।

সুজনের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, দালালের প্রলোভনে পড়ে ২০২৪ সালের নভেম্বর মাসের শেষের দিকে ইতালির উদ্দেশে বাড়ি ছাড়েন সুজন। প্রথমে ঢাকা থেকে দুবাইয়ে যান। সেখানে কয়েক দিন থেকে লিবিয়ায় যান। এরপর তাকে লিবিয়ার বেনগাজি শহরের একটি বন্দিশালায় রাখা হয়। গত ২৪ জানুয়ারি লিবিয়ার উপকূল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশে যাত্রা করেন সুজনসহ অভিবাসনপ্রত্যাশীরা। কিন্তু ইতালি পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়।

মঙ্গলবার দুপুরে পূর্ব ঘটমাঝি এলাকায় সুজনের বাড়িতে গিয়ে দেখা যায়, মানুষের ভিড়। সবার মুখে সুজনের কথা। বাড়ির সামনে একটি প্লাস্টিকের চেয়ারে বসে বুক চাপড়ে কান্নাকাটি করছেন বাবা মিরাজুল ইসলাম। পাশেই সুজনের খালারাও কান্না করছেন। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

জানতে চাইলে মিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই বিদাশ বিদাশ কইরা ৩ মাস ধরে বাবা-ছেলের রাগারাগি। বাড়ির লোক আমারে বলছে, সুজন ওর ফুফুর বাড়িতে আছে। তাই দুশ্চিন্তায় ছিলাম না। পরে ২৫ জানুয়ারি জানতে পারি, ফুফুর কাছ থেকে ১৫ লাখ টাকা লইয়া সুজন লিবিয়া গেছে। তখন থিকাই আমার মনে ভয়। আমার একমাত্র পোলা। আমি আগে জানলে ওরে কাইট্টা গাঙ্গে ভাসাইয়া দিতাম। তবু অবৈধ পথে সাগর পাড়ি দিয়া বিদাশ যাইতে দিতাম না। পোলারে নিয়ে আমার সব স্বপ্ন শ্যাষ হইয়া গেল।’

সুজনের মা ২০০৩ সালে মারা যান। এরপর থেকে সুজনের বাবাই তাঁকে লালন–পালন করে বড় করেছেন। স্থানীয় একটি কলেজ থেকে সুজন উচ্চমাধ্যমিক শেষ করে কয়েক দিন ইজিবাইক চালিয়ে বাবাকে সহযোগিতা করেছেন।

সুজনের চাচি শিউলি বেগম প্রথম আলোকে বলেন, ‘বাবা যাইতে দিতে না চাইলেও সুজন ফুফুগো হাত-পা ধইরা কান্নাকাটি কইরা কইত আমারে বিদাশ পাঠান। মা মরা পোলাডার মায়ায় পইড়া ওর এক ফুফু টাকা দিয়ে ওরে পাঠানোর ব্যবস্থা করেন। এখন দুর্ঘটনায় সুজন মারা গেছে। এ জন্য যে দালাল ওরে এভাবে ঝুঁকি নিয়ে পাঠাইছে, আমরা তার বিচার চাই।’

খোঁজ নিয়ে জানা গেছে, লিবিয়া হয়ে ইতালি নেওয়ার দালাল মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি এলাকার হায়দার শেখের ছেলে মনির শেখ। তিনি সুজনের কাছ থেকে ১৫ লাখ টাকায় ইতালি নেওয়ার চুক্তি করেন। এ বিষয়ে কথা বলতে দালাল মনির শেখের বাড়িতে গেলে ঘর তালাবদ্ধ দেখা যায়। মুঠোফোনেও একাধিকবার কল দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মনিরের প্রতিবেশী টুটুল মিয়া প্রথম আলোকে বলেন, ‘মনিরের মাফিয়া সংযোগ খুবই শক্তিশালী। বহু যুবককে ইতালি পাঠানোর কাজ সফলভাবে করে বিশ্বাস অর্জন করেছে। এই কাজ করে বহু টাকাও উপার্জন করেছে। তবে মনির সম্প্রতি কয়েকটি ঘটনায় ওর নাম আসায় পলাতক। তাঁকে আমরাও কেউ খুঁজে পাচ্ছি না।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, লিবিয়ায় নিখোঁজ ও মারা যাওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারের সদস্যকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তারা অভিযোগ দিলে পুলিশ মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেবে। এ ছাড়া অভিযুক্ত কয়েকজন দালালের সন্ধানও তারা পেয়েছেন। তাদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

৪৩ মিনিট আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

১ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

১ দিন আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে