logo
খবর

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের

প্রতিবেদক, বিডিজেন১৪ ডিসেম্বর ২০২৫
Copied!
লিবিয়ায় ৩ বাংলাদেশিকে অপহরণ করে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, অভিযোগ পরিবারের
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

লিবিয়ায় তিন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। অপহরণকারী চক্রটি ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একটি হিসাব নম্বরে ৫০ লাখ টাকা দাবি করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল পর্যন্ত দুজনের পরিবার অপহরণকারীদের প্রায় ৬ লাখ টাকা পাঠিয়েছেন। অন্য আরেকজনের পরিবার থানা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে অভিযোগ করেছে।

লিবিয়ায় অপহৃত প্রবাসী তিনজনই জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাসিন্দা। তারা হলেন গোলাম রব্বানী, আব্দুল করিম ও রুহুল আমিন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, তিনজনের মধ্যে গোলাম রব্বানীকে ১৭ দিন আগে, আর অন্য দুজনকে ৮ দিন আগে অপহরণ করা হয়েছে। রুহুল আমিন ও আব্দুল করিম পরস্পরের শালা-ভগ্নিপতি।

পরিবার আরও জানায়, গোলাম রব্বানী ২০১৫ সালে দালালের মাধ্যমে লিবিয়ায় যান। এর মধ্যে কয়েক বছর কাজ করে ছুটিতে বাড়িতে এসে ২০২৩ সালের নভেম্বর মাসে আবারও লিবিয়ায় যান। ১৭ দিন আগে রঙের কাজের কথা বলে একটি চক্র তাকে অপহরণ করে। এরপর মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয়েছে।

অন্যদিকে গত ৬ ডিসেম্বর রঙের কাজ করানোর জন্য ডেকে নিয়ে করিম ও রুহুলকে অপহরণ করা হয়। পরদিন মোবাইলে নির্যাতনের ভিডিও ও ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সর্বশেষ ঢাকার মতিঝিল করপোরেট শাখার একটি অ্যাকাউন্টে ৩০ লাখ টাকার দাবি করা হয় বলেও জানান ভুক্তভোগীর পরিবার।

রুহুল আমিনের স্ত্রী বিডিজেন প্রতিবেদককে বলেন, “আমরা স্বামী ও দুলাভাইকে অপহরণের পর [অপহরণকারীরা] শারীরিক নির্যাতনের ভিডিও পাঠায়। দুইজনকে মুক্তির জন্য তারা ৫০ লাখ টাকা চেয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়েছে। আমরা পরিবারের সদস্যদের নিরাপত্তায় পুলিশকে জানাতে ভয় পাচ্ছি। আমরা কিছু টাকা পাঠিয়েওছি আর বাকি টাকা জোগাড়ের চেষ্টা করছি। যদিও এত টাকা দেওয়ার মতো সামর্থ আমাদের নাই। কী করব বুঝতেও পারছি না?”

গোলাম রব্বানীর স্ত্রী মোছা. জুথি আক্তার গত ৮ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতা চেয়ে মহাপরিচালকের কাছে আবেদন করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা মোবাইল ফোনে বিডিজেনকে বলেন, আমি এই থানায় নতুন যুক্ত হয়েছি। কিছু দিন আগে একজন নারী এসে তার স্বামী লিবিয়ার অপহরণ হয়েছেন এমন অভিযোগ করেছেন। তবে তারা ঢাকায় প্রবাসী কল্যাণ দপ্তরে সহযোগীতা চাওয়ার জন্য গিয়েছে বলে জেনেছি।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

৩৮ মিনিট আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

১ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

১ দিন আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে